শীতল কুয়াশাতে তার স্পর্শে (২)
তার রুনুঝুনু নূপূরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাস আসে।
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে
মাদুল বাজে সেই শান্তিতে
শ্যামা মেয়ে নাচে (২)
চাদেঁর অধরে যেন
তোমার হাসির মাঝে
সোনালি আবেশে তবে সাগর ধারে
হৃদয়ের মাঝে কবে
বেধেঁ ছিলে বাঁধন
ভালবাসা তবে কেন
মনের অগোচরে
তু তু তু তুমি কি আমার বন্ধু
আজ কেন বলোনি
তুমি কি আমার বন্ধু
কেন ভালবাসনি
মন ভাবে তারে এই মেঘেলা দিনে
শীতল কুয়াশাতে তার স্পর্শে (২)
তার রুনুঝুনু নূপূরের সাজে
বাতাসে যেন মৃদু সুবাসে।
নিটোল পায়ে রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে
মাদুল বাজে সেই শান্তিতে
শ্যামা মেয়ে নাচে (৩)
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



