And you can't fight the tears that ain't coming
Or the moment of truth in your lies
When everything feels like the movies
Yeah you bleed just to know you're alive
৯৪,৫ কিস এফ এম খুব হালকা করে বাজছে। হুইস্কি আর কোক এর মৌ গন্ধটা যেন সিগারেটের ধোয়ার সাথে খুনশুটি করছে। যেমন নতুন বউটি করে প্রিয়টির সন্গে। আবার চেয়ে দেখলাম। অপূর্ব আকর্ষনীয় লাগছে সামনের মেয়েটিকে। চেনা চেনাও লাগছে। নিজেকে সিগারেটের ধোয়া ভাবতে ইচ্ছা করছে। তবুও ল্যাপটপটার স্কীনে চোখ ফেরাতে হল। ফারকিন্স এর লান্চ ভালই লাগে। এসানমেন্টটা শেষ করতেই হবে। নয়ত বসের কাছে মুখ থাকবে না। তবুও অনলাইনে ইত্তেফাক খুললাম। ভাল লাগছে না একদমই কাজ করতে। হেডলাইন - আজম জে চৌধুরী বলেছেন, " শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করিনি। কোনও অভিযোগও নেই।" আমি মাঝে মাঝে অবাক হই - বাংলাদেশের এই ব্যাবসায়িরা কেমন মানুষ? আমার খুব জানতে ইচ্ছা করে - ঘুষ যিনি নিলেন - তিনি যেমন অপরাধী, ঘুষ যিনি দিলেন - তিনি কি অপরাধী নন? তিনি কি করে ঘুরে বেড়াচ্ছেন। আমার মনে হয় - আমরা ভুলে যাই "অন্যায় যে করে আর অন্যায় যে সহে - তব ঘৃনা .............." আমার সবাই চমৎকার চোখ বন্ধ করে আছি। নয়ত আজকে এই সরকারকে আসার সুযোগ করে দেয়ার জন্য্ হাসিনাকে ও সেই সাথে হাজার হাজার দেশবাসিকে Thanks বলতে পারতাম। তা না করে আমরা হাসিনাকে জেলে রেখে দেশবাসিকে ধমকাচ্চি এই বলে - দেশকে ১১ইজানুয়ারী আগে ফেরত নেয়া যাবে না। সবাই ভুলে যাই ১৯৭১ কথা। আরে ধুর আমি কে এইসব চিন্তা করার এই বিদেশ বিভুয়ে বসে।
সামনের মেয়েটি উঠে দাড়াল। বেরিয়ে যাওয়ার আগে হঠাৎ করেই আমার টেবিলের সামনে দাড়াল। দুই আংগুলে একটা বিজনেস কার্ড ঠেসে দিল আমার টেবিলের উপর, ওতে লেখা - আমার ফোন নম্বরটা ভুলে গেছ হয়ত। ওনেকদিন আমাকে দেখা দাও না। আমার মনে পরল Anna কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



