এই যে আমি, কি অসহায় হয়ে বেঁচে রই। আমার নিজের কাছেই কি অবহেলিত এই আমি। আমার অতিত এই , আছে ভয়াবহ ভবিষ্যৎ। কষ্টে রং বে রঙের ফানুষ সাজিয়ে আমার অপেক্ষায় আছে আমার ভবিষ্যৎ।
আমার সারা জীবনের অর্জন আমার পরিবার। হ্যা এই তো আ্মার এক ঠিকানা। আমার আস্রয়। এই একটা মানুষ ছিলো বলেই আমি আজও সকালের প্রথম সুর্য দেখি...দেখি রাতের তারা। রাতের কালো আধার যখন আমার ভিতরের আধার কে আরও কালো করে তোলে, এই একটি মানুষ ই আমাকে নতুন ভোর দেখার আশা জাগায়........
নিজের কিছু কথা থাকে, থাকে নিজের কত ব্যাথা.......... মাঝে মাঝ এই ছোট হ্রদয়টা খুব আকুপাকু করে একটু মমতার লোভে...... কোথাই পাই বলো? সব যে আমার ভুল.....সবা্ই যে হেতু আমার ভুলেছে... তাই মেনে নিয়েছি আমিই ভুল...........
মেনে নিয়েছি বলেই পারি না নত হতে..... নিজের ভুল নিযে নিজের অপবাদ নিয়ে বেছে নিয়েছি নির্বাসন............... আবধ্য হয়ে আছি নিজের ঠিকানায়.................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



