আজকে সকালে ঘুম ভেঙে উঠলাম..
আমার শরীর উঠল না!
কি শান্তিতে, শুয়ে আছে শরীরটা.উঠছে না..
আজকে অফিসে দেরিই হয়ে যাবে,
আমার ব্রাশটা কোথায়?
আমার ব্রাশটা নিয়ে তুমি কাঁদছ কেন মা?
এত লোক সব আজই আসতে হল বাসায়?
বিরক্তিকর কান্মাকাটি, ভাললাগেনা..
আজ আফিসে দেরি হবেই!!!
মা আমার নাস্তা দাও টেবিলে..
সেকি! আবার তুমি নাস্তা নিয়ে কাঁদছ..
শরীরটা এখনও উঠছে না,আজকে লেটমাক`হবেই..
হয়েছেটা কি আজ? কেউ বলছো না কেণ?
ওকি আমার শরীরটা সাদা কাপড়ে ঢকছো কেন?
আমি কি তাহলে লাশ হলাম..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



