ধন্যবাদ জানাই সামু-র মডারেট মহাদয় কে....
২.৫ মাস পরে আমাকে একজন সাধারন ব্লগার হিসাবে গন্য করার জন্য.....
এই খানে মনে হয় দেশের সবচেয়ে কঠিন লাইন। কেননা ২.৫ মাস লাইনে থাকার পর আমি একজন সাধারন ব্লগার হওয়ার যোগ্যতা পাইছি....
কেমন হলো ব্যাপারটা? এতো দিন ছিলাম অসাধারন, তার থেকে সাধারনে নামায় দিলো আমারে........
একজন সাধারন ব্লগার হওয়ার পর এখন একটু কেমন কেমন লাগিতেছে
কারো বাসায় একদম নতুন গেলে যেমন লাগে........ আচছা কেমন লাগে তখন?
তার পরও ধন্যবাদ.........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



