মুজিব বড় না জিয়া বড়
রবীন্দ্রনাথ বড় না নজরুল বড়
আলমাহমুদ বড় না শামসুর রাহমান বড়
হায়রে এমনকি.......
জিন্নাহ বড় না গান্ধী বড়
এই বড় হওয়ার যুদ্ধটা কেবল বাংলাদেশেই দেখছি। বেশ ক বছর ধরে বিদেশে থেকে এখনো পর্যন্ত বড় হওয়ার কোন লড়াই দেখিনি বৃটেনে, আমেরিকায় কিংবা উন্নত দেশ গুলোতে। জানিনা অন্যান্য দেশের কি অবস্থা। তবেকি এসব দেশে বড় হওয়ার মতো যোগ্য মানুষ নেই। বড় বানানোর লড়াই আমরা কেন করছি? কেন করছি এই বিনাশী তুলনার লড়াই? আমাদের এইসব বিদগ্ধ জনেরা কি আপন আলোয় উদ্ভাসিত বিজয়ী অগ্রজ নন?
এই পোস্ট টি পরে অনেকেই আমাকে মুর্খ টাহর করছেন। নিশ্চয় বলছেন অমুকের ধারে কাছে আসলো তমুক!! অমুক হচ্ছেন হাজার বছরের শ্রেস্ঠতম মহান ব্যাক্তি আর তমুক হচ্ছে একটা নস্যি।
আসলে কি জানেন আমাদের এই স্বভাবটাই আমাদেরকে বিভক্ত করার জন্য যথেস্ট। আর আমরা বিভক্ত হলেই আমাদের শত্রুদের পোয়াবারো। এবার নিশ্চয় চিন্তিত হয়ে পড়েছেন আমাদের আবার শত্রু কে? প্রতিদিন একাত্তর সংযোগ থেকে জাফ্রিকবাল ব্রান্ডের চেতনামিন শরাব খেলে শত্রুও চিনবেননা এ জিবনে।
আমরা সমালোচনা করবো। যেকোন মানুষের সমালোচনা করা যায়। তার ভালো কাজ থাকতে পারে তার খারাপ কাজ থাকতে পারে। ভালো কাজের জন্য রেকগনিশন আর খারাপ কাজের জন্য তীব্র নিন্দা করবো এটাই স্বাভাবিক।
জাতীয় ব্যাক্তিত্বদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে তাদের সমালোচনা করা সম্ভব। এ রীতিই আমাদের পূর্ব পুরুষেরা শিখিয়েছেন। গণতন্ত্রের ও প্রগতিশীলতার রীতিও এটিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





