নর্দমার কীট পরিমল = আমাগো রক্তের মইধ্যে চাগাড় দেওয়া সাম্প্রদায়িক জানোয়ার - এটা হচ্ছে হেডিং। গতকাল একজনে এই হেডিংয়ে একটি লেখা পোষ্ট করেছিল। লিংক ।
কিন্তু আমার বক্তব্যের বিষয়বস্তু পরিমল বা পরিমলের কৃত কর্ম না। আমি বলতে চাই নর্দমার কীট শব্দটি সম্বন্ধে।
বাংলা ফিল্মেও নায়করা বিভিন্ন কুখ্যাত অপরাধীকে নর্দমার কীট বলে থাকে। আসলে নর্দমার কীট জিনিসটা কি?
আজ থেকে প্রায় ১৩ বছর আগে। আমরা এক রুমে ৩ বাঙালী, আরেক রুমে ২ পাকিস্তানি ও ১ ইন্ডিয়ান ছিলাম। হিন্দি ফিল্ম দেখতেছিলাম। সেখানে নায়ক বললো : গান্দি নালি কা কিড়া।
ইন্ডিয়ানটা ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে আসা। হায়দ্রাবাদে উর্দু ভাষা। সে আমাকে জিজ্ঞেস করলো : গান্দি নালি কা কিড়া - কথাটা বুঝছো? আমি তাকে বুঝালাম - নর্দমার ভিতর যে সব কীট পতঙ্গ থাকে - তাকে বুঝানো হয়েছে। নর্দমার কীট যেমন মূল্যহীন দুর্গন্ধযুক্ত, তেমনি সিনেমায় ভিলেনকে অপদার্থ মূল্যহীন দুর্গন্ধযুক্ত বুঝাতে হিন্দিতে গান্দি নালি কা কিড়া, বাংলায় নর্দমার কীট কথাটা বলে।
ইন্ডিয়ানটা হাসলো।
আমি বাংলাদেশের কাউকে যদি বলি : ওসামা বিন লাদিন পটল তুলছে। অনেকে বলবে এটা আর তেমন কি। বিন লাদিনের বাড়ির পিছনে হয়তো পটলের ক্ষেত ছিল, সেখান থেকে সে কিছু পটল তুলে আনতে গেছে - এ আবার তেমন কি। যারা স্কুল কলেজে পটল তোলা পড়েছে তারা বুঝবে যে এই পটল তোলা মানে কোন পটল তোলা।
তদ্রুপ হিন্দিতে গান্দি নালি কা কিড়া। গান্দি মানে খারাপ। এটা আমরা জানি। নালি মানি নল। কিড়া মানে নর্দমার সেই কীট পতঙ্গ। তো গান্দি নালি কা কিড়া বলতে কি বুঝায়? গান্দি নালি কা কিড়া মানে - খারাপ নলের কিট। এটাতো আক্ষরিক অর্থ। কিন্তু গান্দি নালি কা কিড়া বলতে বুঝায় - খারাপ পথের সন্তান। মানে অবৈধ জারজ সন্তান। যাকে আরো সোজা করে বললে - বাস্টার্ড।
তো, হিন্দির গান্দি নালি কা কিড়া কে যদি আমরা বাংলায় নর্দমার কীট বলি তা ভুল হবে। গান্দি নালি কা কিড়া মানে জারজ সন্তান, বাস্টার্ড।
হিন্দি শিখালাম ফ্রি ফ্রি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



