লাফিয়ে চলা বেঙ্গাচির কাছে,
পৃথিবীটা নর্দমার মত।
কদাচার কীটেরা যেখানে
ঘুরে বেড়ায় মুক্ত পাখির ন্যায়।
কীটেরা বুঝেনা সামনে বিপদ-
অপেক্ষা করছে সেই বেঙ্গাচি।
ক্ষুধার্ত, ক্লান্ত, কিছুটা স্তব্ধ
লোভাতুর দৃষ্টি তবু এড়ায় না।
এরপর কিছুক্ষণ শান্ত চারপাশ,
আবার কীটেরা ছুটে বেড়ায়,
তবু এড়াতে পারে না-
নর্দমার সেই বেঙ্গাচিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




