একজন দরিদ্র পরিবারের পিতৃহারা একমাত্র সন্তান মোঃ জাফর হোসেন । একমাত্র সন্তান তাই মা শখ করেই বিয়ে করান। এখন সে দুই ছোট কন্যা সন্তানের জনক। সেই কন্যাদের বাবা আজ জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর পথে চলে যাচ্ছে। চক্ষু লজ্জার কারনে কারো কাছে হাত পাততে পারছে না। আমরা বাড়ীর কয়েকজন ভাই পরামর্শ করে বিভিন্ন পত্র পত্রিকায় সাহায্যের আবেদন করেছি। কিন্তু তেমন কোন সাড়া পাচ্ছি না। এদিকে দিন যতই যাচ্ছে ততই শরীর ভেঙ্গে পড়ছে। ডাক্তার বলেছে খুব দ্রুত অপারেশন করাতে হবে। তাই শেষ চেষ্টা হিসেবে আপনাদের সাহায্য চাইছি। আপনাদের সহযোগীতার হাতটা সেই পরিবারের জন্য খুবই জরুরী।
সাহায্য পাঠানোর ঠিকানা :
মো: জাফর হোসেন
হিসাব নং-০০২৯-০৩১০০২৬৭১৫
মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, রায়পুর শাখা, লক্ষ্মীপুর।
আমি জানি অনেক সাংবাদিক ব্লগার আছেন এই ব্লগে। যদি আপনাদের কাজে লাগে তাই নিচে কয়েকটা ছবি দিলাম।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৮