somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কিংবদন্তীর কথা বলছি!!!

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাকে কখনো সামনাসামনি দেখিনি, কথা বলিনি, এমনকি তিনি আমাকে চিনতেনও না। অথচ আমার মতো অসংখ্য তরুন-তরুনীর জীবনে এককভাবে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন তিনি। হ্যাঁ, আমি হুমায়ুন আহমেদের কথা বলছি। আমি কিংবদন্তীর কথা বলছি।
চিনতেন না বলাটা কি পুরোপুরি ঠিক হলো? সম্ভবত না। তিনি কি আমাদেরই একজন ছিলেন না, অনেক কাছের একজন? “আমার ছেলেবেলা”তে ‘জোছনার ফুল’ ছোয়ার ঘটনাটি কি আমাদের জীবনেও ঘটে নি? ‘চাঁদের আলোয় কয়েকটি যুবক’ এর মধ্যে কি আমি-আপনিও ছিলাম না? বাকের ভাই আজো আমাদের চার পাশে ঘুরে বেড়াচ্ছে না?

ছোটবেলায় পড়েছিলাম ‘কিশোর সমগ্র’. হারিয়ে যাওয়া ‘নীল হাতি’, ‘বোতল ভূতে’র র জন্য আমিও কেদেছিলাম তখন, বড় হয়ে যেমন কেদেছিলাম ‘এপিটাফ’ পড়ে। একবার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি থাকার সময় মা কিনে দিয়েছিল ‘তোমাদের এই নগরে’. হ্যাপিদার কাছ থেকে নিয়ে এসেছিলাম ‘তিথির নীল তোয়ালে’ সহ আরো অনেক অনেক বই। লূকু মামা আমার সবগুলো বই ক্যালেন্ডারের সাদা পাতা দিয়ে মলাট করে দিয়েছিল; একটা একটা করে বইগুলো কারা যেন নিয়ে গেছে, ফিরিয়ে দেয় নি। থাক না কিছু তাদের কাছে, হয়তো তাদের কেউই আজ হয়ে উঠছে ‘কবি’র আতাহার।
‘সূর্যের দিনগুলি’, ‘আগুনের পরশমণি’, ‘জোছনা ও জননীর গল্প’ পড়ে ঘৃণা করতে শিখেছি পাক হানাদার ‘ইবলিশ’দের, আর বেঈমান ‘অমানুষ’ ‘পোকা’ গুলোকে বলেছি- তুই রাজাকার । আবার ‘বহুব্রীহি’, ‘মেঘ বলেছে যাব যাব’ পড়ে অন্তরে জেগে উঠেছে ‘তোমাদের জন্য ভালবাসা’ . সায়েন্স ফিকশন ‘নিউটনের ভূল সূত্র’, ‘ওমেগা পয়েন্ট’ এবং ‘ফিহা সমীকরণ’ নিয়ে পড়ে ছিলাম কিছুদিন। ‘নুহাশ ও আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ’ পড়ে বিস্ময়ে ভেবেছিলাম ‘একি কান্ড’! ‘পারুল ও তিনটি কুকুর’ নাড়া দিয়ে গেছে কখনো, আবার কখনো ‘তন্দ্রাবিলাস’ পড়ে ‘অন্যভূবনে’ গিয়ে বলেছি ‘আমিই মিসির আলী’. প্যারালাস ইউনিভার্স এবং সিরিয়াল কিলার নিয়ে ‘অতিপ্রাকৃত’ মমস্তাত্ত্বিক উপন্যাস পড়ার পর ‘আপনারে আমি খুজিয়া বেড়াই’. পাঁচটি নীলপদ্ম নিয়ে ‘রূপা’ ‘ইমা’ ‘রুমালী’ ‘মৃন্ময়ী’ দের মতো ‘পেন্সিলে আকা পরী’ খুজে বেড়িয়েছি কোন এক ‘শ্রাবণ মেঘের দিন’এ। বাসার সবাই মিলে একসাথে দেখেছি ‘আজ রবিবার’, ‘নক্ষত্রের রাত’, ‘কোথাও কেউ নেই’ . কোন এক গভীর ‘রজনী’তে কারো জন্য ‘অপেক্ষা’ করতে করতে অবশেষে মনে হয়েছে ‘দরজার ওপাশে’ ‘কোথাও কেউ নেই’। চশমাটা চোখে দিয়ে মাঝে মাঝে নিজেকে ‘শুভ্র’ মনে হয়, যেন কেউ ডেকে উঠবে এখনি ‘এই শুভ্র এই’ বলে! আজো আমি একাকী ভীড় বাসে হিমু’র মতো ‘‘ময়ুরাক্ষী’ নদী তৈরী করে নিজেকে বিচ্ছিন্ন করে নেই চারিপাশ থেকে।

তিনি আমাদেরকে ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ খুজতে শিখিয়েছেন, ‘অরণ্য’তে জোছনা দেখা শিখিয়েছেন, তাইতো “জোছনা রাতে সবাই গেছে বনে’. তিনি আমাদেরকে ‘রহস্য’ময় ‘রূপালী রাত্রী’তে খালি পায়ে হাটতে শিখিয়েছেন হলুদ পাঞ্জাবী পড়ে, ‘দেখা না দেখা’ পৃথিবীটাকে ‘তৃ্তীয় নয়ন’ দিয়ে দেখতে শিখিয়েছেন তিনি, শিখিয়েছেন সকল বাধা অমান্য করে ‘বৃষ্টি বিলাস’ করতে। তিনি আমাদেরকে দেখিয়েছেন ‘এইসব দিনরাত্রি’তে কিভাবে শত কষ্টের মধ্যেও হাসতে হয়, হাসাতে হয়, বাঁচতে হয়।

ভেবেছিলাম ছোট করে লিখব, কিন্তু হুমায়ূন আহমেদের যে প্রভাব জীবনে রয়েছে তার ব্যপ্তি এক লাইনে হয় না। আজ হঠাৎ ইচ্ছে করলো তার পুরো কালেকশনটা কিনব, রকমারি থেকে কিনতে ৩৬,৬১২ টাকা প্রয়োজন। হয়তো পুরোটা একবারে পারব না, বিকেলে ‘হিমু সমগ্র’টা কিনে আনব ভাবছি। পাগলামীটাও তো তিনিই শিখিয়েছিলেন!
মানুষটা শেষ দিকে অনেক কষ্ট পেয়েছিলেন এই ‘নন্দিত নরকে’. যে ‘মহাপুরুষ’ সবাইকে এত আনন্দ দিয়েছেন এই ‘নির্বাসন’ তার প্রাপ্য ছিল না। ক্যান্সারের চিকিৎসা চলার সময় ‘নিউইয়ার্কের আকাশে ঝকঝকে রোদ’ এ উনি লিখেছিলেন শাওনকে বিয়ে করায় তাকে কি পরিমাণ অপমান সহ্য করতে হয়েছে। আমি তার প্রতি এই অবিচার কখনই মানতে পারিনি, তার জীবনদর্শন হয়তো তাকে এমন দর্শনের সন্ধান দিয়েছিল যা তার দৃষ্টিভঙ্গীকে আমাদের সাদা চোখের বাইরে নিয়ে গিয়েছিল। ‘শঙ্খনীল কারাগার’এর বাধা ভাঙ্গার, ‘ভয়’ কে জয় করার, অসম প্রেমকে বরণ করার, এক জীবনে নিজেকে বঞ্চিত না করার সাহসের কথা তিনি যখন তার বইয়ে লিখেছেন তখন আমরা তাকে বাহবা দিয়েছি। মনের গভীরে নিজেরাও কি চাইনি ‘সকল কাঁটা ধন্য করে’ ‘ ‘বাঘবন্দী মিসির আলী’ ‘এবং হিমু’ হতে? অথচ...।

শুভ জন্মদিন গল্পের ‘জাদুকর’. ভক্তদের হৃদয়ের ‘অনন্ত নক্ষত্রবিথী’তে আপনার স্থান। ভাল থাকুন ‘অন্যভূবনে’।

`````‘আলোটুকু তোমায় দিলাম,
`````ছায়া থাক আমার কাছে’-
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন তার আকাশের বলাকা || নিজের গলায় পুরোনো গান || সেই সাথে শায়মা আপুর আবদারে এ-আই আপুর কণ্ঠেও গানটি শুনতে পাবেন :)

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৬ ই জুন, ২০২৪ রাত ১০:০০

ব্লগার নিবর্হণ নির্ঘোষ একটা অসাধারণ গল্প লিখেছিলেন - সোনাবীজের গান এবং একটি অকেজো ম্যান্ডোলিন - এই শিরোনামে। গল্পে তিনি আমার 'মন তার আকাশের বলাকা' গানটির কথা উল্লেখ করেছেন। এবং এ... ...বাকিটুকু পড়ুন

লাইকা লেন্সে তোলা ক’টি ছবি

লিখেছেন অর্ক, ১৭ ই জুন, ২০২৪ সকাল ১১:৩০




ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে ট্রেন ঢোকার সময়, ক্রসিংয়ে তোলা। ফ্ল্যাস ছাড়া তোলায় ছবিটি ঠিক স্থির আসেনি। ব্লার আছে। অবশ্য এরও একরকম আবেদন আছে।




এটাও রেল ক্রসিংয়ে তোলা।... ...বাকিটুকু পড়ুন

আপনি কার গল্প জানেন ও শুনতে চান?

লিখেছেন সোনাগাজী, ১৭ ই জুন, ২০২৪ বিকাল ৫:৩১



গতকাল সন্ধ্যায়, আমরা কিছু বাংগালী ঈদের বিকালে একসাথে বসে গল্পগুজব করছিলাম, সাথে খাওয়াদাওয়া চলছিলো; শুরুতে আলোচনা চলছিলো বাইডেন ও ট্রাম্পের পোল পজিশন নিয়ে ও ডিবেইট নিয়ে; আমি... ...বাকিটুকু পড়ুন

বাবাকে আমার পড়ে মনে!!!

লিখেছেন সেলিম আনোয়ার, ১৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

বাবাকে আমার পড়ে মনে
ঈদের রাতে ঈদের দিনে
কেনা কাটায় চলার পথে
ঈদগাহে প্রার্থনায় ..
বাবা হীন পৃথিবী আমার
নিষ্ঠুর যে লাগে প্রাণে।
কেন চলে গেলো বাবা
কোথায় যে... ...বাকিটুকু পড়ুন

×