বলো থাকবে কী করে?
আকাশের আজ মুখটা কালো
তবে কী মনটা তোমার নেই যে ভালো
হয়তো গোমড়া মুখে বসে আছো
কেন আছো তা জানা নাই।
তবে কী তোমার মন খারাপ?
তোমার আমার নেই যে— আলাপ
বেশ কিছুদিন ধরে,
বলো থাকবে কী করে?
তোমার আমার প্রেম পিরিতি
হয় যে শুধু— গোপন অভিসারে।
মন টা ভালো করো
এবার— একটুখানি হাসো;
তবেই যদি হয় —... বাকিটুকু পড়ুন
