কষ্টে কেষ্ট মেলে পরিশ্রমে সৌভাগ্য
তুমি আমি যে সোনায় সোহাগা
আমাদের দুজনের সঙ্গম অভিসার
তাই সবারই আরাধ্য ।
সুস্থতা অসুস্থতা আসে স্রষ্টার হুকুমে
ধনী দারিদ্র্যও ঠিক তাই
প্রচেষ্টায় বান্দা মদদে খোদা
তোমার কি জানা নাই ?
এসো করি প্রার্থনা এসো করি সাধনা
সতত চেষ্টাতে হবে দূর রোগ শোক সকল যাতনা।
এ জীবন ই শেষ নয় সামনে যে আখেরাত
আখেরাতে সফল হতে কর হে মোনাজাত ।
যে জীবন নেক আমলের মৃত্যু তার সফলতার দ্বার
যে জীবন অজ্ঞতার সে জীবন শুধুই ব্যর্থতার
মৃত্যু তার ডেকে আনে কেবল ধ্বংস
নশ্বর পৃথিবী নশ্বর জীবন পুড়ে পুড়ে ভস্ম।
অবিনশ্বর ঈমান অবিনশ্বর আমল অবিনশ্বর আখেরাত ,
অবিনশ্বর তোমার আমার প্রেম মোদের
অভিসারে পরিপূর্ণ স্বর্গ সুধা ,আমরা যে কামিয়াব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




