
আসসালামু আলাইকুম।
প্রথমেই এডমিন এবং ব্লগটিমের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ, আমি জানি এরকম পোষ্ট আপনারা পছন্দ করবেন না। এরকম পোষ্টে ব্লগটিম উৎসাহ প্রদান করেন না। তারপরও আমাকে লিখতে হচ্ছে। মনের তাগিদে লিখতে হচ্ছে। না লিখলে নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হবে। অপরাধী হয়ে থাকতে হবে। আমি একজন সামুর সহজ সরল ব্লগার। দীর্ঘদিন ধরে ব্লগে আছি, বলা যেতে পারে। যেহেতু দীর্ঘদিন ধরে সামুতে আছি, তাই কিছু আবদার-অনুরোধ করতেই পারি। আপনাদের কাছে কিছু দাবী তো অবশ্যই আমার থাকতে পারে। থাকাটাই স্বাভাবিক। আমার দাবী একটাই। আমি সামুতে চাঁদগাজীকে চাই। সামুতে এসে উনাকে না দেখলে আমার ভালো লাগে না। উৎসাহ পাই না। তার কাছ থেকে আমি অনেক শিখেছি। উনি সামুর জন্য অনেক করেছেন।
সামুতে আমার সবচেয়ে প্রিয় ব্লগার 'চাঁদগাজী'।
আমি তার ভক্ত। তিনি দারুন লিখেন। তিনি অল্প কথায় দেশের সমস্যা গুলো নিয়ে লিখেন। মাঝে মাঝে নিজের জীবনীও লিখেন। কতিপয় অপব্লগার ছাড়া, তার লেখা পছন্দ করেন এমন ব্লগারের সংখ্যাই বেশি। পুরোনো ব্লগাররা মাঝে মাঝে সামুতে এসে এখনও সবার আগে চাঁদগাজীর খোঁজ করেন। আমি বলব, চাঁদগাজী সামুর শ্রেষ্ঠ ব্লগার। উনি প্রত্যেকের পোষ্ট মন দিয়ে পড়েন এবং মন্তব্য করেন। তার পোষ্ট নিয়ে কারো কোনো সমস্যা নেই। সমস্যা হলো তার মন্তব্য নিয়ে। তার মন্তব্য কতিপয় অপব্লগার সহ্য করতে পারেন না। আসলে সত্য সহ্য করার ক্ষমতা কাপুরুষদের থাকে না। উনি দেশপ্রেমিক মানুষ। দেশে সমস্যা হলে উনি বিচলিত হয়ে পড়েন। আমি বিশ্বাস করি, সামুর মডারেটর একজন বিচক্ষন মানুষ। উনি সঠিক ব্যবস্থা নিয়ে আমাকে খুশি করবেন।
চাঁদগাজী সামুতে কি করেন?
উনি পড়তে ভালোবাসেন। উনি ব্লগারদের লেখা পড়েন, তাদের মানসিকতা ও দেশের সার্বিক অবস্থা বুঝতে চেষ্টা করেন। সমস্যা হলো চাঁদগাজী দারুন বুদ্ধিমান মানুষ। উনি কালপিটদের ধরে ফেলেন। অতি সহজেই ক্রিমিনালদের চিনে ফেলেন। ৭১ -এর অপশক্তিকে ধরে ফেলেন। রাজাকার শিবিরদের উনি এক বিন্দু ছাড় দিতে রাজী নন। অনেক দুষ্ট লোকজন ব্লগের পরিবেশ নষ্ট করতে চায়- একমাত্র চাঁদগাজীর জন্য তারা সুবিধা না করতে পেরে, হতাশ হয়ে ফিরে যায়। একজন মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযুদ্ধের পক্ষের লোক কখনও রাজাকার শিবিরদের এক ইঞ্চি ছাড় দিতে পারে না। দেওয়া উচিৎও হবে না। আমি আমার দেশকে ভালোবাসি। ভালোবাসি বলেই, জামাত শিবির আর রাজাকারদের সাপোর্ট করতে পারিব না। তাদের জন্য আমার পক্ষ থেকে আছে শুধু ঘৃনা। যাইহোক, আমার দাবী আজ একটাই চাঁদগাজীকে নিয়ে আসুন। তাকে ছাড়া সামু জমজমাট হয় না।
মডারেটর এবং ব্লগটিমের প্রতি আমার সর্নিবন্ধ অনুরোধ-
চাঁদগাজীকে লিখতে দিন, মন্তব্য করতে দিন। তার সকল প্রকার ব্যান প্রতাহার করুন। এই সামুতেই অনেক ব্লগার বাজে মন্তব্য করছে, সরাসরি আক্রমন করছে, ব্লগের পরিবেশ নষ্ট করছে, তাদের তো ব্যান করা হয় না! তাহলে চাঁদগাজীর মতো একজন গ্রেট ব্লগারকে কেন বারবার ব্যান করা হবে? এই সামুতেই অনেক ইতর ব্লগার আজেবাজে বিষয় নিয়ে সমানে পোষ্ট করছে, বাজে মন্তব্য করছে, তারা তো বহাল তবিয়তে আছে। তাহলে একজন শক্তিশালী ব্লগার চাঁদগাজী কেন থাকতে পারবে না? আমার বিশ্বাস চাঁদগাজীকে ব্যান করে মডারেটর সাহেবও কষ্ট পান। তার ভীষন মন খারাপ লাগে। এদিকে চাঁদগাজী না থাকাতে অপব্লগাররা ভুলভাল লেখা লিখছে, তাদের ভুল শুধরে বা ধরিয়ে দেবার কেউ নেই। আমি মনে করি এই সামু ব্লগকে টিকে থাকতে হলে- চাঁদগাজীর প্রয়োজন আছে। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। জয় বাংলা।
এখন আপনাদের কাছে অনুরোধ-
আমার ওস্তাদ চাঁদগাজীর সব গুলো আইডি ফিরিয়ে দিন। তাকে লিখতে দিন। মন্তব্য করতে দিন। একজন খাটি বাঙ্গালী, একজন মুক্তিযোদ্ধা, একজন মানবিক ও হৃদয়বান মানুষকে লিখতে দেন। দয়া করে তাকে আর ব্যান করবেন না। হ্যা উনার লেখা যাদের ভালো লাগবে না, তারা উনার লেখা পড়বেন না। উনার মন্তব্য যাদের ভালো লাগবে না, তারা উনার মন্তব্য মুছে দেবেন। ব্যস, ঝামেলা শেষ। আমাই লক্ষ্য করেছি, এই সামুতে জামাত শিবির আছে, যা অত্যন্ত দুঃখজনক। জামাত শিবিরকে প্রতিহত করার জন্য হলেও আমাদের চাঁদগাজীকে বড্ড প্রয়োজন। দয়া করে তাকে সামুতে নিয়ে আসুন।
সহজ সরল কথা হলো- সামু ব্লগটা আমাদের সবার।
আমরা সামুতে থাকবো। লিখবো। মন্তব্য করবো। সবাই মিলেমিশে থাকিব। যার যা দোষ ত্রুটি আছে, সেগুলো আমরা শুধরে নিবো। হ্যা আমরা আলোচনা করব। যুক্তিসহকারে তর্ক করবো। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। হ্যা আমরা পারিব। সামু তো একটা পরিবার। এই পরিবারে আমরা সবাই এক একজন সদস্য। আমরা ভালো থাকবো। মিলেমিশে থাকিব। আমরা একই দেশের মানুষ। একই আমাদের ভাষা। তাই ভেদাভেদ ভুলে গিয়ে আসুন সবাই হাত মিলাই।
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




