
কতোজনে ভাসছে জলে
পথ ঘাট সব যে পানির তলে
রেমালের কবলে পড়ে।
কতোজনে আজ দূর্বিপাকে
ভাবছি বসে তাদের কথা
কতৈনা দূর্গতি, বাড়িঘর
ফসলী জমি গৃহস্থালি;
ভাসছে আজ জোয়ার জলে
প্রকৃতির বিষম খেয়ালে।
জেলেরা আজ ধরছে না মাছ,
স্কুল কলেজে নেই কোন ক্লাস
মাছ চাষিরা ভীষণ হতাশ
চিংড়ী ঘের মৎস্য খামার
সব কিছু যে ঝুঁকিতে আজ
মংলা বন্ধর কুয়াকাটা ..
অট্টলিকায় বসে যাবে না বুঝা।
কজনে ভাবছে আজ কবলিত
মানুষের কথা? দেশের কথা?
কতো ক্ষতি কতটুকু দূর্গতি?
মরণাশংকা লয়ে ধুকছে তারা,
তাদের যেন মুক্তি মেলে, খুব সহসা
মোদের যেন শক্তি মেলে
সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার
হে প্রভু, শক্তি দাও সাহস দাও
তাদের তরে লড়াই করে
বেঁচে থাকার জন্য,
কতজনে ভাসছে জলে
ঘূর্ণিঝড়ের ঘুর কবলে
মোদের সকল প্রার্থনা আজ
শুধু তাদের জন্য ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২৪ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




