
কেন আজ বৃষ্টি হলো?
কেন যে আকাশটা চমকালো?
তোমার কাছে যাই নি বলে যেন ধমকালো
আমার চাতক মন মেলে দিলো ডানা
কবিতার রাজ্যে আমার বিচরণ
তোমার কারণে, তোমার প্রার্থনায়
প্রভু দিলেন অনুমোদন
চাতকের তৃষ্ণা মিটে যাবে
তোমার আমার মিলনে সুন্দর স্বার্থক হবে তৃষিত বসুন্ধরা
ডাকে মেঘ ডাকে তারা প্রেমের উদাও আহবানে মোর দাও সাঁড়া
সম্পূরক কাব্য হয়ে এসো না হৃদয়ে আমার, লেখা হলো ঢের
তোমার আমার প্রেমের, কলমের আচড়ে কাব্যের মধুর সমাবেশ
নেমেছে বৃষ্টি দাও প্রেম দৃষ্টি
মন ময়ূরী নাচে ঐ , এসো করি সৃষ্টি জননে জননে প্রেম মন্থনে
ঝিরি ঝিরি বাতাসে ভিজে যায় পাতা, পথ ঘাট সয়লাব
ভালোবাসি তোমাকে চিরন্তন সত্য নেই তাতে কোন লাজ
এসো মোর বাহুডোরে দুজনে ভিজবো আজ বৃষ্টিতে
কেন আজ বৃষ্টি হলো প্রশান্তির সৃষ্টি হলো
দৃষ্টি প্রদীপ যেন জ্বেলে দেয় বিজলীর আলো
তোমাকে নিয়ে লেখা হলো প্রেম তৃষ্ণা বুকে
বলো না বলোনা ভালোবাসি তোমাকেই করোনা ছল না
মুষলধারে বৃষ্টি পড়ে তোমাকে মনে পড়ে
বৃষ্টির জল হয়ে কেন তুমি আসো না
আমায় ভালোবাসো না...
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




