ইসলাম নিয়ে তার সাম্প্রতিক কমেন্ট
আর হিন্দুধর্ম বিষয়ক একটি পোস্টে তার কমেন্ট
এরকম ডাবল স্ট্যান্ডার্ড আমরা মগাচীপ থেকে শুরু করে আরিফুর ওরফে নিতাইয়ের পোস্টেও দেখেছি। ইসলাম নিয়ে মন্তব্য করা শুরু করলে তারা অন্য কোন দিকে ফিরে চায় না। কিন্তু হিন্দুধর্ম নিয়ে তাদের মন্তব্য এরকম হয়, সবধর্মই খারাপ! তারা আকারে ইঙ্গিতে বোঝাতে চায় যে, আমরা ভার্চুয়াল ভন্ডনাস্তিকরা বাস্তবজীবনে যে হিন্দুয়ানীতে অভ্যস্ত সেটা ইসলামের তুলনায় ভাল!
বাংলাদেশে কোন প্রতিক্রিয়া হচ্ছেনা, এটা গত আওয়ামী সরকার আসার পর ব্লগ ফেসবুকে এবং শ্রেণীকক্ষে তাদের সম্প্রদায়ের কিছু জ্ঞানপাপীর দ্বারা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শানে অবমাননার ফসল। এত অবমাননা সইতে সইতে আমাদের মনমানসিকতা ভোঁতা হয়ে গিয়েছে। বারবার ইজ্জতহারা হলে যেমন একটি ভদ্রঘরের মেয়েও কলগার্লে পরিণত হয়, আমাদের অনুভূতিরও সে দশা হয়েছে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




