সুইজারল্যান্ডের জাতীয় পতাকা
![]()
ভ্যাটিক্যান সিটির জাতীয় পতাকা
শুধুমাত্র সাইপ্রাস ও কসোভার পতাকাতেই নিজ নিজ দেশের মানচিত্র অংকিত আছে।
সাইপ্রাসের পতাকা
![]()
কসোভার পতাকা
![]()
শুধুমাত্র মলডোভা, প্যারাগুয়ে ও সৌদিআরবের জাতীয় পতাকার দুইপাশ দু'রকম ভাবে ছাপা (অর্থাৎ আইডেন্টিক্যাল নয়)।
মলডোভার জাতীয় পতাকা।
প্যারাগুয়ের জাতীয় পতাকা।
মাত্র দুটি দেশের জাতীয় পতাকাতেই অস্ত্রের ঝনঝনানি দেখা যায়। মোজাম্বিকের পতাকায় আধুনিক এ.কে.ফর্টিসেভেন আর গুয়াতেমালার পতাকায় রেমিংটন রাইফেলের ছবি রয়েছে।
মোজাম্বিকের পতাকা
![]()
গুয়াতেমালার পতাকা
![]()
অনেক দেশেই যুদ্ধকালীন সময়ে ভিন্ন পতাকা ব্যবহার করা হয় (যেমন চায়না, তাইওয়ান, জাপান)। কিন্তু ফিলিপাইনই একমাত্র দেশ যারা যুদ্ধকালীন সময়ে সাধারন পতাকাই উল্টো করে লাগায় (আপসাইড ডাউন)। যুক্তরাজ্যের পতাকা জাতীয় বিপদ-দুর্দশার সময়ে উল্টো করে লাগানো হয় (আপসাইড ডাউন)।
বিভিন্ন দেশের পতাকার মধ্যে বেশ মিল পাওয়া যায়। কিন্তু চাদ ও রোমানিয়ার পতাকা প্রায় হুবহু এক। সামান্য যে পার্থক্যটুকু রয়েছে সেটি বামের নীল রঙের টোন এ।
নেপালের পতাকাও বেশ অদ্ভূত। এটি একমাত্র পতাকা যা চারকোনা নয়।
![]()
লিবিয়ার পতাকাই একমাত্র একরঙ্গা পতাকা-
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




