ভুলু:: বাঙ্গালিরা কি নিজেকে নিয়ে ঠাট্টা সইতে পারে?
ইগনোরেমাস :: বাঙ্গালী অন্যকে ঠাট্টা যতটা করে নিজেকে ঠাট্টার বিষয় দেখতে তত ইচ্ছুক নয়।
বুধু:: সর্দার, বিহারি, ওড়িয়া, জার্মান, জাপানি, ইংরাজ, স্কট, ইহুদি ইত্যাদি সবাইকে নিয়েই কিছু না কিছু মশকরা করা যায়। তাদের অনেকেই তাতে অংশ নেয়।
ই:: বাঙ্গালীরা রামগোরুড়ের ছানাতো নয়।
ভু:: ধর্মের ভেদাভেদে রসিকতা তেতো হওয়ার সম্ভবনা। কেউ সাহস করে না।
বু:: ক্যালেন্ডারে শীত এলে বাঙ্গালীর মাঙ্কি ক্যাপ মাস্ট। সব বাঙ্গালী বাজারে গিয়ে সেরা মাছটা চিনবে এবং কিনবেই।
ভু:: সবজান্তা বাঙ্গলীরা সবাই একসঙ্গে খুব চেঁচিয়ে সব বিষয় কথা বলতে ভালোবাসি।
বু :: ধুমপান করলেও সিগ্রেট, চা, জল-পানি, ডাব, মাল বা মদ খাই। সিব্রামের পান পড়ে মজা পেলেও পান করি না, তবে ড্রিঙ্ক করি।
ভু::: অন্যর দোষ ধরতে খুব ভালোবাসে বাঙ্গালী, তা জাহির করতে আরো ভালোবাসে, নিজের কাজে অন্যে দোষ কি পাচ্ছে তার থেকেও। অটল বিশ্বাস নিজের ভুল নেই কোন।
বু :: বীর বাঙ্গালী মুখে মারিতং জগৎ সবাইকে মেরে পাটপাট করে দিতে পারি; ঠাট্টার বস্তু বিহারী থাবড়া তুলে মা মাসী উদ্ধার করলে জানমাল ফেলে মেউ মিউ করি।
ই ::: লেখা পড়া, খেলাধুলা, রান্নাবান্না, কাব্যেগানে, নাটকেনভেলে, বিজ্ঞানপ্রযুক্তি তথা কালচারালি সবার সেরা এই গ্যাস আপামর বাঙ্গালী জলের মত খায় । (অবাঙ্গালী সবাই এটাকে তাদের সাধারন জ্ঞানের মধ্যে ফেলে।)
বু :: হিন্দু বাঙ্গালী তিনটে পরিবার প্রবাসে এক এলাকায় থাকলে দুটো বারোয়ারি সরস্বতী পূজো হয়।
ভু :: বাঙ্গালী কবিতা লিখবেই না হলে ছড়া বা গানের কথা। [link|http://boodhooram.blogspot.com/2005/10/noname.html|A

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



