
আমি এই অসৎ জীবন থেকে বাঁচতে চাই। আমি কর্পোরেট বিশ্বের ভোগবাদী জীবন থেকে মুক্তি চাই। আমার দম বন্ধ হয়ে আসছে। জীবন যাপনের জন্য যে ডিগ্রী আমি অর্জন করেছি, সেটা কর্পোরেট বিশ্বের চাহিদা অনুযায়ী তাদের সেবা করার ডিগ্রী। আজকের শিক্ষা ব্যবস্থা তাদের চাহিদার উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। লক্ষ লক্ষ ভবিষ্যৎ প্রজন্ম তাদের সেবা দাস হওয়ার অসুস্থ প্রতিযোগিতায় ছুটে চলছে।
আমার চারপাশের মানুষগুলো সব আধুনিক দাস। নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে কর্পোরেট সংস্থার মুনাফা অর্জনের অসৎ কাজে। অথবা সরকারী বিভিন্ন সংস্থায় অসৎ ক্ষমতা কাঠামো টিকিয়ে রাখার কাজে। এরা ব্যক্তি কেন্দ্রিক স্বার্থপর একেকটা জীবে পরিণত হচ্ছে। এদের কোন কমিউনিটি জীবন নাই, প্রতিবেশীদের সাথে হাসি আনন্দ নাই। সারাদিন অসৎ কাজ করে, অথবা অসৎ কাজে মদদ দিয়ে তারা সন্ধ্যা ও রাতে মসজিদে, মন্দিরে মাথা ঠুকে।
আমি এই চক্র হতে মুক্ত হতে চাই। আছে কি কোন পথ?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



