
(পূর্বের পোস্টের পর।(Click This Link)
সবাই বিভ্রান্তিতে পড়ে গেল। আত্মা তাহলে কোথায় আছে? মস্তিষ্কে না হৃদয়ে? মস্তিষ্কের নিউরো কোষে কোষে সকল স্মৃতি, অভিজ্ঞতা, জ্ঞান, চিনতে পারার ক্ষমতা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, মানুষ হিসেবে তার পরিচিতি ও আচরণ সংরক্ষিত থাকে। তাহলে কি আত্মা মস্তিষ্কের কোষে কোষে সংপৃক্ত থাকে? এই কোষগুলি বেঁচে থাকার ক্ষমতা হাড়িয়ে ফেললে এতে সংরক্ষিত সকল তথ্য একেবারে মুছে যায়। অর্থাৎ ব্যক্তির স্বত্বাটাই হাড়িয়ে যায়। এই অবস্থায় আত্মার ভাগ্যে কি ঘটে? সে কি হৃদয়ে এসে অবস্থান নেয়? কিন্তু হৃদয়ে এলে তার কাছে তো ব্যক্তি স্বত্বাটির কোন তথ্য থাকার কথা না। ব্যক্তি স্বত্বাহীন আত্মার অস্তিত্ব থাকা না থাকা একই কথা। অর্থাৎ দেহের অন্য অংশ বেঁচে থাকলেও আত্মা কিন্তু অস্তিত্বহীন। এই অবস্থায় রোগীর লাইফ সাপোর্ট খুলে ফেলা যেতেই পারে। কিন্তু তার পরেও একটা কিন্তু থেকেই যায়। মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে যাবার পর ব্যক্তির মস্তিষ্কের সকল তথ্য আত্মায় সংরক্ষিত থাকতে হবে কারণ আত্মার পরবর্তী জাগরণের সময় এই তথ্য খুবই দরকার। তথ্য থাকে ইলেক্ট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। আত্মাকে এই ইলেক্ট্রিক্যাল সিগন্যাল ধারণ করে রাখতে হবে। কিন্তু এই ইল্যাকট্রিক্যাল সিগন্যাল মস্তিষ্কের কোষে ছাড়া আর কোথাও খুঁজে পাওয়া যায় না। মস্তিষ্ক নিষ্ক্রিয় হলে দেহে যদি আত্মা অবস্থান করে তাহলে বিজ্ঞানের পক্ষে সেই সিগন্যাল খুঁজে পাওয়া সম্ভব হত। কিন্তু তা পাওয়া যায় না। তাহলে আত্মা ছাড়া দেহের অন্যান্য অংশ কিভাবে বেঁচে থাকে?
(চলবে)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২৩ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




