ছোট বেলায় নিজেকে আনসটাইন ভাবতাম । স্বপ্ন দেখতে টাকা লাগে না। তাই কখনো ডাক্তার,কখনো ইঞ্জিনিয়ার,কখনো মাইক্রোসফট এর মালিক। কখনো পাইলট হতে চাইতাম। মোট কথা এমন কোন পেশা নায় যা কোন এক সময় আমার এইম ছিল না।
এস,এস,সি ভালভাবেই দিলাম। এইচ,এস,সি তে উঠে বুঝলাম ডাক্তারি পড়া আর সারাদিন ইট ভাইঙ্গা রাতে ঘুমাইতে যাওয়া এক কথা। আর যাই হোক কামলার মত পড়ালেখা আমাকে দিয়া হবে না।
এইদিকে আমার পিতামহাশয় ( আমি টাইগার ডাকি, এইবার বুঝে নেন উনার মেজাজ ) মনে মনে ঠিক করে রাখছেন "পোলা ডাক্তার-ই হবে (অনেকটা থ্রী-ইডিওটস এর ফারহান এর কাহিনী)"। আমিও অনেক জেদি। সাফ বলে দিছি, "মেকানিক (ইঞ্জিনিয়ার) হমু তাও রাজমিস্ত্রি (ডাক্তার) হমু না" । অবশেষে সাতদিনের বাপ-পুত্র "হেল-ক্লাসিকো" শেষে জয় আমার। পিতামহাশয় আমার কাছে হার মানছেন ঠিক-ই , কিন্তু উনার আচার-আচরনে উনি এটা বুঝায়ে দিলেন যে আমি উনার কাছে অসহ্য (সবাই বলবে, ছেলে বাপের কাছে অসহ্য হয়না,কিন্তু বইয়ের কথা বাস্তবে মিলে না,তাই আমাদের এতো ঝামেলা )। এই আচরণগুলো কখনোই আশা করি নাই । আগে থেকেই আমি একটু ফ্রাস্ট্রেশনে ছিলাম,এখন ওটা কয়েকগুন বাড়ছে।
আসলে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলেই ঝামেলা। আবার কারও মন রক্ষার জন্য নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে চলা-ও অত সহজ না। এতদিন সবাইকে আমি লেকচার দিতাম । কিন্তু নিজের বেলায় এসে দেখলাম কোন ল'ই আমার বেলাই কাজ করতেছে না ।
স্বপ্ন থেকে বাস্তবতাই নামা শুরু। কোন কিছুই আগের মত নাই। আগে মাথার উপর ছায়া ছিল , এখন বাইরে বের হইলে দেখি মাথার উপর ছায়াটাও নাই
"before you cry,make sure you have exhausted all ,the reason available for smiling" ...আমার ঘুম ভাংছে, এইবার একলা চল রে...এইবার ইঞ্জিনিয়ার হওয়া লাগবেই...না পারলেও প্রবলেম নাই...আমার ডিকশনারীতে "loser" শব্দটা নাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



