নাজিমুদ্দিন ৫৩ বল খেলে করলো ১৬ রান
শাহাদাত হোসেন লাস্ট ওভারে দিলো ১৯রান। এইরকম এক ওভার এক্সিডেন্টলি হতেই পারে হটাত। কিন্তু শাহাদাত তো সবসময়ই এরকম রানের গাডি নিয়ে ছুটে।তাই ওর ব্যাপারে কিছু বলার নাই। শুধু একটাই কথা খাটি গরুর দুধে এক ফোটা টক পডলে দুধটুকু নষ্ট হয়ে যায়, আর টকটুকু ঢেলে দিয়েছে শাহাদাত।
মুশফিকের মতো আমরা সবাই কেঁদে যাচ্ছি। কারো কান্নাটা দেখা যাচ্ছে, কারো কান্না নিঃশ্বাসে মিলিয়ে যাচ্ছে।
পুরো টুর্নামেন্টে এই দুই প্লেয়ার ছাডা বাংলাদেশ অসাধারণ খেলছে।ভারতকে হারিয়েছে। যারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন।বিশ্ব ক্রিকেটের রানার্স আপ শ্রীলংকাকে হারিয়েছে।পাকিস্তানের বিপক্ষেও লডে হেরেছে।
শেষ মুহূর্তে অনেক আক্ষেপ। মাহমুদুল্লাহ যদি আরেকটু দায়িত্ব নিয়ে খেলতো, আর রাজ্জাকের আউটটা যদি একটা সিঙ্গেল হতো...
তবে যাই হোক তবুও আশায় বুক বাঁধি। এই ফাইনালে উঠার মধ্যে দিয়ে বাংলাদেশ যেন আরকটা স্বর্ণযুগের ধাপে পা রাখলো...টাইগাররা, জানি কষ্টটা আমাদের থেকে তোমাদেরই বেশী হচ্ছে। সাহস রাখো। সাথে আছি, থাকবো
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১২ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



