ভালোবাসার কোন বয়স নেই
সময় নেই
বাঁধন নেই
অর্গল নেই।
সে ভাস্বর প্রভাত রস্মির মত
সে অকুণ্ঠ জল প্রপাতের মত
স্বচ্ছ স্ফটিকের মত
তীব্র বিষের মত
তবু মানুষ যুগে যুগে সেই বিষই গলাধঃকরণ
করেছে।
আমার বুক ভরা সেই অমৃতস্বাদী গরল
আমাকে, আমার চেতনাকে বিবশ করে রেখেছে।
সুচেতনা, জেনে রেখো, জীবনে যত সম্পদ করেছ
সঞ্চয় - তার থেকেও বেশী
তার থেকেও অমূল্য হৃদয় নিয়ে অপেক্ষমান
বসে আছি নিঃশেষ উজাড় হবো বলে।
কি বলে ফেরাবে বলো আজ?
(সংগ্রহ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




