ইচ্ছেগুলো উড়াল মারে তোতাপাখির মতন
মেঘগুলো সব বৃষ্টি হয়ে ঝরে পড়ে যখন।
বৃষ্টিতে ভিজে জুবু থুবু চাহনি তার স্নিগ্ধ
অসনি কোথায় বাজে আমি মন্ত্র মুগ্ধ।
ইচ্ছের যেমন গোপন আনাগোনা
মেঘের বৃষ্টি হয়ে ঝরে পড়া,
ওই দূর পাহাড়ে হারিয়ে যাওয়া
অজানা কথামালা।
পরিবর্তনের সুধা সেতো স্রোতস্বিনী নদী
প্রতি বাকে রুপ বদলায়
শৈশব কৈশোর যৌবন,তারপর
দৃষ্টির সীমানায় যতদূর চোখ যায়
কেবলই মনে হয়, হায়
এ জীবন শুধু হাহাকার!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


