আমরা দুজনে — যোজন যোজন দূরত্বে,
এক হওয়া এখন যেন এক অসম্ভব স্বপ্নে।
তারপরও এক নিশীথ রাতে নিঃশব্দে,
তোমার প্রতি একটা ভাল লাগা আসে কেমন করে!
সেই যে এক বিকেলে, গোধূলি আলোয়—
হেঁটেছিলাম তুমি আর আমি,
যেন পথ আর ফুরায় না কখনও
হাতে হাত জুড়ায় মন প্রান।
তোমাকে বলা হয়নি কত কল্পকথা,
দিনের বাস্তবতায় মিলিয়ে গেছে সব স্বপ্ন গাঁথা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


