
সুনীল আকাশে ভেসে চলা
মেঘের মতোই আমার স্বপ্নগুলো ভেসে চলে,
লক্ষ্যহীন, দিকভ্রান্ত হয়ে
অজানাতে।
সুনীল আকাশের মেঘের মতোই
গল্পগুলো নেমে আসে,
বৃষ্টির ন্যায় গাল বেয়ে
জলের অগুনতি ধারা হয়ে!
সুনীল আকাশের তারাগুলোর মতোই
স্বপ্নগুলো আমার,
অচেনা, অধরা থেকে যায় !
সুনীল আকাশের সূর্যের মতোই
জীবনে সূর্য ওঠে,
কখনোবা হারিয়ে যায় সে সূর্য
আঁধার নেমে আসে !
সুনীল আকাশের পাখিগুলোর মতোই
জীবন উড়ে চলে।
হঠাৎ করে,
একসময় হারিয়ে যায় !
সুনীল আকাশের চাঁদের মতোই
সুখগুলো আসে আর যায় !
তাই আমি আজ,
সুনীল আকাশের এই বিশালতায়
হারিয়ে যেতে চাই !
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৯ সকাল ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




