
আমার ধারণা, ব্লগে আমরা লিখি, আমরা পড়ি, আমরা কমেন্ট করি, আমরা গালাগাল দিই, আমরা দলাদলি করি, আমরা হাসি, আমরা কাশি; এখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেত্রী, প্রেসিডেন্ট ইত্যাদিও আছে নাকি? থাকলে তো ঝামেলা, আমি আবার 'মাননীয়'টা লিখতে সব সময় ভুলে যাই!
আজকে ফুটবলার মেয়েদের লোকেল বাসে বাড়ী ফেরা নিয়ে কমপক্ষে ৫ জন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন; এটা যদি প্রধানমন্ত্রীর কানে যায়, সবার চেয়ে আমিই বেশী খুশী হবো; কারণ, আমি আজও ফুটবল খেলি; এই মাত্র ২ সপ্তাহ আগে খেললাম। ফুটবল খেলতে যেতে হয়েছে ৮০ মাইল দুরের পিকনিকে, চাঁদা দিতে হয়েছে ১০০ ডলার, খেলেছি মাত্র ৩০ মিনিট; পিকনিকের এক মানী লোককে খেলা নিয়ে গালিও দিয়েছি, খেলা ১০ মিনিট চলার পর, উনি মাইকে ঘোষণা করছিলেন যে, খাবার এসে গেছে, অমনি অর্ধেক খেলোয়াড় খেলা ফেলে খেতে চলে গেলো!
আমি অবশ্য মনে করি, প্রধানমন্ত্রী যদি ব্লগে আসেন, উনি দেশের বুদ্ধিদীপ্ত নতুন জেনারেশনের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন; উনি দেশের তরুণদের প্রাণ শক্তির সাথে নিজকে মিলায়ে দেখার সুযোগ পাবেন, উনার ভাবনাশক্তি হাজার গুণে বেড়ে যাবে; সরকারের ভেতর উনি হবেন সবার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি।
প্রসংগক্রমে, আমি ব্লগারদের পছন্দ করি, তবে ফুটবলারদের বেলায়একেবারে অন্ধ; আশাকরি, প্রধানমন্ত্রী ঐ মেয়েগুলোকে উৎসাহিত করবেন; আমরা তাতে অনেক খুশী হবো।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




