অভিষেকের দিন(২০ই জানু ), বিকেলবেলা হোয়াইট হাউসে ঢুকে জো বাইডেন ১৭ টি এক্সেকিউটিভ অর্ডার সাইন করেছেন; ইহা করে তিনি ভয়ংকর ধরণের বড় ভুল করেছেন বলে আমার মনে হচ্ছে! সংখ্যাটাই বিশাল, এত বেশী এক্সেকিউটিভ অর্ডার একসাথে সাইন করা বুদ্ধিমানের কাজ হতে পারে না; এক্সেকিউটিভ অর্ডার সাইন করা হয় ২টি কারণে (১) আগের সরকারের কিছু আইনকে রহিত করা (২) নিজের সবচেয়ে গুরুত্বপুর্ণ এজেন্ডাকে সাময়িকভাবে প্রথমদিন থেকে কার্যকরী করা।
বাইডেন আগের প্রেসিডেন্ট ট্রাম্পের ৩টি আইনকে প্রথনদিন রহিত করায়, উনার জনপ্রিয়তা কমেছে, কিংবা সমস্যার সৃষ্টি হয়েছে, সাথে সাথে ট্রাম্পের প্রতি মানুষের সহানুভুতি বেড়েছে। ১ম ভুল হলো, প্রথমদিন মেক্সিকোর বর্ডারে দেয়াল তোলা স্হগিত করা; যদিও সচেতন নাগরিকেরা জানে যে, এই দেয়াল গরীব মেক্সিকানদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য যথেষ্ট নয়; কিন্তু সবাই চায় যে, মেক্সিকানরা বেআইনীভাবে এভাবে দেশে প্রবেশ না করুক। ২য় ভুল হচ্ছে, যেসব মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় আসা ট্রাম্প বন্ধ করেছিলো, সেটা প্রথমদিন খুলে দেয়া; আমেরিকানরা বুঝে যে, ধর্ম বা সরকারের কারণে কোন জাতিকে ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করতে না দেয়া আমেরিকার ট্রােডিশন বিরোধী, তারপরও, ইয়েমেন, লিবিয়া, ইরান বা সিরিয়ার লোকজন সহজে এই দেশে আসুক, তা কেহ চাহে না। ৩য় ভুল হলো, প্রথমদিন "DACA" প্রোগ্রামের লোকদের সিটিজেনশীপ দেয়ার ব্যাপারে ইমিগ্রেশন এক্সেকিউটিভ অর্ডার সাইন করা; আজকাল কোন আমেরিকান নাগরিক দ: আমেরিকা ও এশিয়া থেকে কোন ধরণের ইমিগ্রেশনের পক্ষে নয়।
এই ৩ টি এক্সেকিউটিভ অর্ডার কয়েকদিন পর সাইন করার দরকার ছিলো, তখন মানুষের ফোকাস উনার উপর থাকতো না; ১ম দিন সবাই উনার প্রতিটি কাজের উপর লক্ষ্য রাখছিলেন। উনার দরকার ছিলো, উনার নিজের এজেন্ডার বড় ২টি এক্সেকিউটিভ অর্ডার সাইন করা, (১) করোনা ও ভ্যাকসিন সম্পর্কিত ১টি অর্ডার (২) চাকুরী ফিরায়ে আনার জন্য ১টি অর্ডার। প্রথমদিন ১৭টা ও ইহাতে মেক্সিকান দেয়াল, মুসলিম দেশ থেকে আসা ও ইমিগ্রেশন এক্সেকিউটিভ অর্ডার সাইন করা বেকুবী কাজ হয়েছে।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২