প্রাচীন দেবতাদের চিহ্ন চাঁনতারা। মসজিদের মাথায় চাঁনতারা শোভা পায়। কেন? ইসলাম পূর্ববর্তী দেবতাদের চিহ্ন চাঁনতারা মুসলমানদের হল কিভাবে - এর ইতিহাস আছে।
প্রথমতঃ চাঁনতারা কুরাইশদের দেবতা ছিল। কাবা ঘরে ছিল তাঁদের অবস্থান। কুরাইশরা চাঁনতারা পেয়েছিল বংশপরম্পরায়।
চন্দ্র, সূর্য্য, ভেনাস গ্রীকদের দেবতা ছিল। মিসরিয়দের দেবতা ছিল। ভুমধ্যসাগরীয় জনগোষ্ঠির দেবতা যেমন সিরিয়া, জর্ডানের পেট্রায়, পিরামিডে আঁকা আছে সে দেবতাদের চিহ্ন। প্রকৃতি পুঁজারি আরব গোত্র তা পেয়েছিল উত্তরাধিকার সূত্রে।
প্রাচীন মিসর, আরব ও গ্রীকদের দেবতা চাঁনতারার কয়েকটি ঐতিহাসিক নমুনা দেখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




