আরবরা চায় আমরা ভারতীয় পরিচয়ে সে দেশে যাই। সেজন্য ভারতীয়দের ভিসা বন্ধ করে নাই। আমাদেরটা করেছে। আমাদের দোষ -আমরা আরবদের বন্ধু ও ভাই ভাবি। আমরা মুসলমান। সেজন্য আমরা মিসকিন আর ভারতীয়রা হল তাঁদের মুনিব। ভবিষ্যতে হয়তো আমাদের দেশের মানুষদের ভারতীয় পরিচয়ে আরব দেশে যেতে হবে।
কাফের বা ভারতীয়দের ভিসা বন্ধ করার সাহস আরবদের নাই।
সৌদিরা ভারতের সাথে চুক্তি করেছে কোন ভারতীয় সেদেশে হত্যার মত অপরাধ করলে সে বিচার হবে ভারতে। সৌদিরা ভারতীয় কোন নাগরিককে মৃত্যুদন্ড দিতে পারেনা। ইউরোপিয়ান, আমেরিকান দূরে থাক, ভারতীয়দের একটা লোমে হাত দেওয়ার ক্ষমতা তাঁদের নাই।
আর প্রকাশ্যে গরীব বাংলাদেশীদের গলা কেঁটে, ভিসা বন্ধ করে ক্ষমতা দেখায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


