একটা মজার মিল আপনারা কেউ খেয়াল করসেন কিনা জানি না। গ্রামে অনেক সময় দেখা যায় স্বামী রাগের বসে বউ তালাক দিয়ে ফেলছে আর সেটা শুনে ফেলে পাশের বাড়ির কুটনি ভাবি।
আমাদের সরকার অনেক ফন্দি করে সর্বদলীয় সরকার গঠন করতে পদত্যাগ করলেন। আশা ছিল কেউ কেউ সেই সরকারে থাকবেন আর বাকিরা নতুন ওই সরকার শুরুর আগে দায়িত্ব পালন করে যাবেন। মাঝখান থেকে বাধা সাধলেন সংবিধান বিশেষজ্ঞরা । তারা স্রেফ বলে দিলেন মন্ত্রীদের পদতাগ হয়ে হয়ে গেছে। গ্রামের সেই অনুতপ্ত স্বামীর মত
রেফারেন্সঃ সংবিধানের ৫৮ অনুচ্ছেদের এক দফার ‘ক’ উপদফা (‘কোনো মন্ত্রীর পদ শূন্য হবে, যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করিবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগপত্র প্রদান করেন।’)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




