somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারকীয় একুশ আগস্ট গ্রেনেড হামলার কুশিলব ছিল হাওয়াভবন ও বিএনপি-জামায়াত জোট সরকার

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাহবুবুল আলম //

বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান, বঙ্গবন্ধু কন্যা ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে ২০০৪ খ্রি: ২১শে আগষ্ট আওয়ামী লীগের এক সন্ত্রাস বিরোধী সভায় ইতিহাসের বর্বরোচিত যে গ্রেনেড হামলা চালিয়ে ছিল, সে হামলার পিছনে যে হাওয়া ভবনের দুর্দান্ত প্রতাপশালী রাজনৈতিক ব্যক্তি তারেক রহমান ও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি হাত ছিল তা বিভিন্ন তদন্ত রিপোর্টে বেড়িয়ে আসছে। তাদের নির্দেশেই বিশেষ ইঞ্জিনিয়ারিং এর মাধ্য মামলার সকল আলামত নষ্ট করে এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়েছে বলে অপপ্রচার করে পুরো ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল। এজন্যই এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নোয়াখালীর জজ মিয়ার পরিবারকে আজীবন ভরণপোষণের লোভ দেখিয়ে সিআইডি জোর করে জজ মিয়া থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছিল।
এ মামলাটি বিএনপি জামায়াত জোট আমলে কুটকৌশলে এক রকম ধামাচাপা দেয়ার ব্যবস্থাই করা হয়েছিল। কিন্তু বিধি বাম ২০০৬ তত্ত্বাবধায়ক সরকার-এর আমলে চাঞ্চল্যকর মামলা হিসাবে মামলাটি পুনররুজ্জীবিত করে এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সাধারণ নির্বাচনে তিন চতুর্থাংশ মেজরিটি নিয়ে মহজোট ক্ষমতায় এসে মামলাটি পুনঃতদন্তের ব্যবস্থা করলে থলের বিড়াল বেড়িয়ে আসতে থাকে। এই মামলায় বিএনপি জামায়াত জোটের সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী লুৎজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আব্দুস ছালাম পিন্টু ও হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নানসহ অনেককেই সিআইডির একাধিকবার জিজ্ঞাসাবাদে এ তথ্য বেরিয়ে এসেছে হামলা থেকে শুরু করে সব ছিল হাওয়া ভবন ও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের নখদর্পনে। কিন্তু অপারেশন সাকসেসফল না হওয়ায় বেকায়দায় পড়ে বিএনপি জামায়াত জোট সরকার। ঘটনার দায় এড়ানোর দায়িত্ব পড়ে হাওয়া ভবনের ওপর। দায়িত্ব পেয়েই হাওয়া ভবন উঠে পড়ে লাগে আলামত গায়েব করার। এ আলামত গায়েবের দায়িত্ব দেয়া হয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ওপর। তিনি সিআইডির কর্মকর্তাদের আজীবন সুবিধা দেয়ার নিশ্চয়তাসহ পদোন্নতি দেয়ার লোভ দেখিয়ে কব্জা করেন। এই এ্যাসাইনমেন্ট বাস্তবায়নের দায়িত্ব পড়ে সিআইডির সাবেক এসপি মুন্সি আতিকুর রহমান ও এএসপি আব্দুর রশীদের ওপর।
হাওয়া ভবনে শেখ হাসিনা কিলিং মিশনের যে বৈঠক হয়েছিল মুফতি হান্নানের সেই বিষয়ক সাক্ষাতকারটি ওয়েভ সাইটে দেখলে যে কেউ আত্কে ওঠবেন। প্রখ্যাত সাবাদিক ও কলামিষ্ট শাহরিয়ার কবিরে ‘প্রোর্ট্রেট অব জিহাদ’ প্রমাণ্য চিত্রে মুফতি হান্নানের এ লোমহর্ষক সাক্ষাতকারটি অন্তভুক্ত হয়েছে। ওই সাক্ষাতকারে মুফতি হান্নান শেখ হাসিনার কিলিং মিশনের গ্রেনেড হামলার আদ্যপান্ত বর্ণনা করেছেন। ওই প্রামান্যচিত্রে হরকাতুল জেহাদ নেতা হান্নান বিএনপি-জামায়াত জোট শাসনামলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অঘোষিত যুবরাজের হাওয়া ভবনে বসে হামলার সিদ্ধান্তগ্রহণ করা হয় বলে উল্লেখ করেন। ওই সভায় জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী নূর চৌধুরীসহ আরো কয়েকজন জঙ্গি নেতার উপস্থিতির কথা তিনি বলেছেন। ২১শে আগষ্ট গ্রেনেড হামলার অপারেশনাল কমান্ডার মুফতি হান্নান হাওয়া ভবনে বৈঠক হওয়া থেকে শুরু করে জিয়াপুত্র তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বঙ্গবন্ধুর হত্যাকান্ডের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর নূর জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য সাক্ষাতকারে প্রকাশ করেছেন। মুফতি হান্নান তার জবানবন্দিতে বলেন,‘হামলার মূল পরিকল্পনাই ছিল শেখ হাসিনাকে নিশ্চিন্ন করা। যার পরিকল্পনায় ছিল বঙ্গবন্ধু হত্যাকান্ডের ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি খুনী নূর চৌধুরী এবং তারেক জিয়া নিজে। চারটি গোপন বৈঠকের মাধ্যমেই ২১ আগষ্ট হামলার পুরো চক্রান্ত করা হয় হাওয়া ভবনে বসেই। ১৪ আগষ্ট হাওয়া ভবনে অনুষ্ঠিত বৈঠকে তিনটি প্রস্তাবের একটিকে অনুসরণ করে চালানো হয় মূল হামলা। জবানবন্দিতে হান্নান ফাঁস করে দেয় এই হামলায় হাওয়া ভবনের সংশ্লিষ্টতার কথা। হাওয়া ভবনের বৈঠকে প্রধানমন্ত্রী তনয় তারেক রহমানের হাওয়া ভবনে অনুষ্ঠিত বৈঠকে শেখ হাসিনাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে তার জবানবন্দিমূলক সাক্ষাতকারে মুফতি হান্নান বলেন, হাসিনাকে শেষ করে দিতে হবে। তাকে কোনোদিনই রাজনৈতিকভাবে মোকাবেলা করা সম্ভব হবেনা। মুজাহিদ সাহেব শেখ হাসিনাকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী এবং বাবর তাঁকে দেশ থেকে চিরতরে বিদায় বা শেষ করে দেয়া উচিত বলে মন্তব্য করেন। মেজর নূর তিন ধরনের পরামর্শ দেয়। যার মধ্যে জনসভায় আক্রমন করে তাঁকে শেষ করে দেয়ার পদ্ধতিটিই সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ায় তাঁকে জনসভায় হামলা চালিয়ে হত্যার সিদ্ধান্ত গৃহিত হয়।
শেখ হাসিনা বেঁচে যাওয়ায় তাদের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেশিত হয় বলে শেখ হাসিনা কিলিং মিশনের অপারেশনাল কমান্ডার মুফতি হান্নান জবানবন্দিমূলক সাক্ষাতকারে বলেছেন,‘ হামলার সময়ে আমি আম -দের দারুল আরকান অফিসে ছিলাম। হামলার আগের দিন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, তার ভাই তাজউদ্দীন, হরকাতুল জিহাদ নেতা আবু তাহের জান্দাল ও কাজলের কাছে ১৫টি গ্রেনেড দেন। অর্থ ও জনবল দিয়ে সব ধরনের সাহায্য করার ওয়াদাও তিনি করেছিলেন। সকালে অফিসে ব্রিফিং এর পর একটি কালো ব্যাগে গ্রেনেডগুলো ভরে দুপুর ১২ টায় টার্গেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। হঠাৎ করেই ভ্রাম্যমাণ ষ্টেজ হওয়ায় তাদের পরিকল্পনায় অনেকটাই বাঁধা পড়ে। অত্যধিক ভিড়ের কারণে হামলাকারীরা টার্গেটের ধারে কাছে পোঁছতে ব্যর্থ হয়। সেসময় জনসভার দক্ষিণ ও পশ্চিম দিকে হামলাকারীরা অবস্থান নেয় এবং জামায়াতের সক্রিয় ১৫ জন সদস্য হামলায় অংশ নেয় বলে হান্নান বলেন। প্রচন্ড ভিড়ের কারণেই কারো সঙ্গে কারো যোগাযোগ রক্ষায় সমস্যা হচ্ছিল। এরই মধ্যে দক্ষিণ দিকে হঠাৎই একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ফেলায় যে যার মতো করে গ্রেনেডগুলো উপরের দিকে ছুড়ে মারতে শুরু করে, ফলে প্রায় সব গ্রেনেডই উপরে ফেটে যায়। তার বর্ণনা মতে; ২০ থেকে ৩০টি গ্রেনেড মানুষকে সঠিক ভাবে আঘাত করতে পারেনি। সেগুলো উপরেই বিষ্ফোরিত হয়েছিল। একই সাথে রাইফেলের গুলি চালালেও হাসিনার কোন সমস্যা হয়নি বলে তখনই আমরা জানতে পারি।’
তদন্তে বেরিয়ে এসেছে, শেখ হাসিনাকে হত্যার মিশন সফল করতে মোটা অংকের টাকা লেনদেন হয়েছিল। টাকা লেনদেনের কাজটি করা হয় হাওয়াভবন থেকে। হাওয়াভবনও মোটা অংকের টাকার ভাগ পায়। যুদ্ধাপরাধীদের নিয়ে গড়া একটি শীর্ষ ইসলামী রাজনৈতিক দল টাকার বিষয়টি মধ্যস্থতা করে। কিন্তু মিশন সফল না হওয়ায় বাবরকে হাওয়া ভবনে তলব করা হয়েছিল। বাবর সশরীরে হাওয়া ভবনে উপস্থিত হয়ে কৈফিয়তের জবাব দেয়। তদন্তকারী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বাবর মামলা ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য বিএনপি-জামায়াত জোট সরকারকে দোষারোপ করেন। বাবর আরও বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশমতেই দ্রুত মামলার তদন্ত শেষে চার্জশীট প্রদান করা হয়েছিল। বাবর জিজ্ঞাসাবাদে আরো বলেছে, গ্রেনেড হামলার আগাম তথ্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া পর্যন্ত জানানো হয়েছে। এমন কি তদন্তের অগ্রগতি সম্পর্কে সময়ে সময়ে খালেদা জিয়াকে অবহিত করা হয়েছে বলেও বাবর জিজ্ঞাসাবাদেন বলেন।
ইতিহাসের এই ভয়াবহ ও নারকীয় হত্যাকান্ডের নানা ধরণের অনুসন্ধানী প্রতিবেদন জনকন্ঠ, ডেইলি ষ্টার, সমকাল, যুগান্তর, প্রথমআলোসহ দেশের শীর্ষস্থানীয় পত্র পত্রিকার রিপোর্টে ইতিহাসের সবচেয়ে কাপুরুষোচিত এই গ্রেনেড হামলায় যে, হাওয়া ভবন ও তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যাবতীয় কলকাঠি নাড়া হয়েছে তা প্রকাশিত হয়েছে। গোয়েন্দাসূত্রে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও বিশেষ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত নারকীয় এ হামলার বিষয়টি পুরোপুরিই মনিটর করেছিল হাওয়া ভবন। এই মনিটরিং এর ধারাবাহিকতায় ও হাওয়া ভবনের মধ্যস্থতায় পাকিস্তান থেকে শতাধিক আর্জেস গ্রেনেড আনার কাজে সহায়তা করে পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই। সেই সময়ে সিদ্ধান্ত হয়েছিল যে ভাবেই হোক শেখ হাসিনাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। তাদের পরিকল্পনায় ছিল শেখ হাসিনার বাবাকে হত্যার পর যেমন আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতার মুখ দেখেছে; শেখ হাসিনাকে হত্যা করে এমন অবস্থা সৃষ্টি করতে হবে যাতে আওয়ামী লীগ ৪০ বছরেও ক্ষমতায় আসতে না পারে।
প্রিয় পাঠক সেই সময়ের পত্রপত্রিকাগুলোর পাতা উল্টিয়ে দেখলেই বুঝতে পারবেন যে তখনকার বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বিভিন্ন বক্তৃতায় বলে বেড়াত আওয়ামী লীগের অবস্থা এমন হবে যে ৪০ বছরেও তারা এদেশের ক্ষমতায় আসতে পারবে না। কারণ তারা জানতো শেখ হাসিনাকে চিরতরে সরিয়ে দেয়ার জন্য যে পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়িত হলে আওয়ামী লীগ আর কোনো দিনই ঘুরে দাঁড়াতে পারবে না। তখন বিএনপি জামায়াত মিলেই এদেশ পরিচালনা করে দেশটাকে লুটেপুটে খাবে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই শেখ হাসিনাকে হত্যার টার্গেট করা হয়। এই জন্য সরকারী পৃষ্ঠপোষকতায় আগেই জঙ্গিদের মাঠে নামানো হয়েছিল। এই জঙ্গিদের সাথে লিয়াজু করেছে জামায়াতে ইসলাম। হাসিনাকে হত্যার বিভিন্ন মিশন ব্যর্থ হওয়ার পর গ্রেনেড হামলা চালিয়ে হত্যার সর্বশেষ পরিকল্পনা করা হয় এবং শেখ হাসিনার শতভাগ মৃত্যু নিশ্চিত করতেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার(আইএসআই) মাধ্যমে শতাধিক আর্জেস গ্রেনেড আনা হয়। এসব গ্রেনেড আনতে সীমান্তে বা পথে যাতে কোনো বাঁধার সৃষ্টি না হয় তার জন্য বিএনপি-জামায়াত জোট সরকার সব ধরণের সহযোগিতা করে এবং সুপরিকল্পিত ছক এঁকেই ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার ওপর ইতিহাসের এক ভয়াবহ ও ন্যক্কারজনক নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়েছিল।
কিন্তু অলৌকিকভাবে শেখ হাসিনা গ্রেনেড হামলা থেকে বেঁচে গেলে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু এগ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। এবং ৫’শত নেতাকর্মী আহত হন। এ ধরনের ন্যক্কারজনক হামলায় বিশ্ব মানবতায় হৃদয়ে রক্তক্ষরণ হলেও টলেনি শুধু বিএনপি-জামায়াত জোট সরকারের পাষাণ হৃদয়। বরং এ মামলা তদন্তের নামে তারা নানা পৈশাচিক ও অমানবিক খেলায় মেতে ওঠে। এ হত্যা মামলাকে ধামাচাপা দেয়ার জন্য দায়সারা গোছের কিছু মামলা দায়ের করে। লোক দেখানোর জন্য ২১ হামলার ঘটনায় বিচারপতি জয়নুল আবদীনকে নিয়ে গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে ৪০ দিন তদন্তের পর ঘোষণা দেন, একটি শত্রুরাষ্ট্রের ইন্দনে এ হামলা হয়েছে। আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের তত্ত্বাবধানে পরিচালিত তদন্ত কমিটি অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে গ্রেফতার করে যাদের মধ্যে ছিল শৈবাল সাহা পার্থ ও আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কমিশনার মোখলেসুর রহমান। জিজ্ঞাসাবাদের নামে তাদের ওপর চালানো হয় অমানসিক নির্যাতন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ প্রতিবেদনে বলা হয়, অপরাধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। আওয়ামী লীগের দাবির মুখে বিএনপি সরকার ২১ আগষ্টের ঘটনা তদন্তের জন্য এফবিআই, ইন্টারপোল ও স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের বাংলাদেশে আসার অনমুতি দেয় কিন্তু সেসব গোয়েন্দা প্রতিবেদনের কোনটিই প্রকাশ করা হয়নি। তারপর এসব মামলার তদন্ত শেষ হওয়ার আগেই সিআইডিতে মামলা স্থানান্তর করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাতারাতি মামলার চার্জসিট দাখিলের নির্দেশ দেয়ার পরই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ও হাওয়া ভবনের নির্দেশিত পথেই চলে মামলা তদন্তের প্রহসন। এই নির্দেশ পেয়ে সিআইডির তদন্তকারী কর্মকর্তা এএসপি মুন্সি আতিকুর রহমান একদিনের মধ্যেই বিশ জনকে গ্রেফতার করে। পরিকল্পনা অনুযায়ী ২০০৫ সালের ৯ জানুয়ারি নোয়াখালির সেনবাগ থেকে জজ মিয়াকে গ্রেফতার করে। এর পরদিন গুলশান থানার হত্যা মামলার আসামি দুই ভায়রা আবুল হাসেম রানা ও শফিকুল ইসলাম নারায়নগঞ্জের ফতুল্লায় অস্ত্রসহ গ্রেফতার হয়। কৌশলে দুই ভায়রাকেই গ্রেনেড হামলায় গ্রেফতার দেখানো হয়। পরে জজ মিয়ার দরিদ্র পরিবারের আজীবন ভরণপোষনের দায়িত্ব নেয়ার লোভ দেখিয়ে এবং দুই ভায়রা রানা ও শফিকুল ইসলামকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে বাধ্য করা হয়।
হাওয়া ভবনে কারা, কীভাবে এ হত্যাযজ্ঞের লীল নকশা প্রণয়ন করেছিল তা নিয়ে ২৭ অক্টোবর ২০১০ ইংরেজি দৈনিক ডেইলি ষ্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবদনের প্রতিবেদক লিখেছেন, গ্রেনেড হামলা ও হত্যা মামলায় দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা, হুজির বিভিন্ন সূত্র, গোয়েন্দা কর্মকর্তাদের বক্তব্য এবং জিজ্ঞাসাবাদে মামলার আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরী করা হয়েছে। এই হামলা পরিকল্পনার ব্যাপারে একটি অত্যন্ত গোপনীয় ফাইল সংবাদপত্রটির কাছে রয়েছে বলেও দাবি করা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছ্ েবেশ কয়েকটি বৈঠকের ধারাবাহিকতায় ২০০৪ সালের ১৪ আগষ্ট হাওয়া ভবনে আলোচনায় বসেন, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভূমি উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধূরী, বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের একজন, জামায়াতের এক শীর্ষ নেতা, জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের আল ইসলামীর দুই প্রতিষ্ঠাতা সদস্য, জঙ্গি সংগঠন আল মারকাজুল ইসলামীর এক নেতা এবং হাওয়া ভবনের শীর্ষ এক ব্যক্তি। সেই দিনই শেখ হাসিনাকে হত্যার সিদ্ধান্ত চুড়ান্ত করেন তারা। পরদিন ১৫ আগস্ট একই জায়গায় আবার বৈঠকে বসে তারা। কিলিং মিশন কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে আলোচনা হয় সেদিন।... এর পরে বৈঠকটি অনুষ্ঠিত হয় বেইলি রোডে, লুৎফুজ্জামান বাবরের সরকারি বাসভবনে। হাওয়া ভবনের সেই শীর্ষ ব্যক্তি সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না। সেই দিনের বৈঠকেই প্রাথমিক খরচ মেটাতে হুজি নেতাদেরকে ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়।
১৮ আগষ্ট ২টি কালো জিপ নিয়ে আব্দুস সালাম পিন্টুর বাসায় যায় বাবর। তার নির্দেশে বিএনপি নেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড কমিশনার আরিফুর রহমান আরিফ হুজি নেতাদের হাতে তুলে দেন ১ ডজন গ্রেনেড। এর মধ্যে দুইটি বাক্সে ৫টি করে মোট ১০টি গ্রেনেড এবং আলাদাভাবে প্যাকেট করা ২টি গ্রেনেড দেয়া হয়। বিস্ফোরক হস্তান্তর সম্পন্ন করা হয় হুজি নেতা মুফতি হান্নান ও পিন্টুর ছোটভাই মাওলানা তাজউদ্দিনের উপস্থিতিতে। হুজি সূত্রের তথ্যানুযায়ী এসব বিস্ফোরকের ওপর পিওএফের (পাকিস্তান অর্ডনেন্স ফ্যাক্টরিজ ) সিল ছিল। এরপর ২১ আগষ্ট ৫ টা ২২ মিনিটে শুরু হয় সেই লোমহর্ষক লীল নকশার বাস্তবায়ন। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে হামলায় অংশ নেয় হামলাকারীরা। হামলাকারীদের মধ্যে জামায়াতে ইসলামীর ১৫ জন কর্মী ছিল।
পরিশেষে বলতে চাই ইতিহাস সাক্ষী, সত্যকে হাজারো মিথ্যা দিয়া ঢেকে রাখা যায় না, বিএনপি-জামায়াত জোট হাজারো মিথ্যা ও ছলচাতুরীর মাধ্যমেও এ সত্যকে ঢেকে রাখতে পারেনি। এক এগারো পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারে আমলে চাঞ্চল্যকর মামলা হিসাবে এ মামলাটিকেও পুনরুজ্জীবিত করা হয়। কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসার মতোই সে সময় তদন্তে বিএনপি আমলে মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এবং তদন্তে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে মামলার চার্জশীট দাখিলকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি ফজলুল কবির বাদী হয়ে ২০০৮ সালের ৩০ মার্চ রাজধানীর পল্টন থানায় সিআইডির সাবেক তিন কর্মকর্তা এএসপি আব্দুর রশীদ, মুন্সী আতিকুর রহমান ও এসপি রুহুল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় তদন্ত ভিন্নখাতে প্রবাহ ও জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ের অভিযোগ করা হয়। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়া জজ মিয়া, শফিকুল ইসলাম ও আব্দুল হাসেম রানা জিজ্ঞাসাবাদে সিআইডির সাজানো নাটকের কথা স্বীকার করে। ২০০৯ সালের ৩ আগষ্ট মামলাটি পুনর্তদন্তের নির্দেশ দেয়। আশা করি সহসাই এই মামলার চুড়ান্ত চার্জশীট প্রদানের মাধ্যমে ইতিহাসের এ নারকীয় হত্যাকান্ডের সাথে প্রকাশ্যে ও নেপথ্যে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে ষড়যন্ত্রকারীদের ইতিহাস কোন দিন ক্ষমা করেনি, কোন দিন করবেও না।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একাত্তরের এই দিনে

লিখেছেন প্রামানিক, ০১ লা মে, ২০২৪ বিকাল ৫:৩৬


শহীদুল ইসলাম প্রামানিক

আজ মে মাসের এক তারিখ অর্থাৎ মে দিবস। ১৯৭১ সালের মে মাসের এই দিনটির কথা মনে পড়লে এখনো গা শিউরে উঠে। এই দিনে আমার গ্রামের... ...বাকিটুকু পড়ুন

হুজুররা প্রেমিক হলে বাংলাদেশ বদলে যাবে

লিখেছেন মিশু মিলন, ০১ লা মে, ২০২৪ রাত ৯:২০



তখন প্রথম বর্ষের ছাত্র। আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের আরেক বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গেছি মৌচাক মার্কেটের পিছনে, আনারকলি মার্কেটের সামনের ক্রাফটের দোকানগুলোতে। একটা নারীর ভাস্কর্য দেখে আমার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের বিধান হতে হলে কোন কথা হাদিসে থাকতেই হবে এটা জরুরী না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা মে, ২০২৪ রাত ১০:৫৫



সূরাঃ ৫ মায়িদাহ, ৩ নং আয়াতের অনুবাদ-
৩। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, রক্ত, শূকরমাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে যবেহকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত... ...বাকিটুকু পড়ুন

লবণ্যময়ী হাসি দিয়ে ভাইরাল হওয়া পিয়া জান্নাতুল কে নিয়ে কিছু কথা

লিখেছেন সম্রাট সাদ্দাম, ০২ রা মে, ২০২৪ রাত ১:৫৪

ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে কয়েকদিন আগে মুচকি হাসি দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল শোবিজ অঙ্গনে আলোচিত মুখ পিয়া জান্নাতুল। যিনি একাধারে একজন আইনজীবি, অভিনেত্রী, মডেল ও একজন মা।



মুচকি হাসি ভাইরাল... ...বাকিটুকু পড়ুন

জীবন চলবেই ... কারো জন্য থেমে থাকবে না

লিখেছেন অপু তানভীর, ০২ রা মে, ২০২৪ সকাল ১০:০৪



নাইমদের বাসার ঠিক সামনেই ছিল দোকানটা । দোকানের মাথার উপরে একটা সাইনবোর্ডে লেখা থাকতও ওয়ান টু নাইন্টি নাইন সপ ! তবে মূলত সেটা ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর। প্রায়ই... ...বাকিটুকু পড়ুন

×