Click This Link
উপরের লিংকে লেখক এবং মন্তব্যকারীদের আলোচনা প্রসঙ্গে।
সমকামীতাকে আপনি ঘৃণা করছেন ? যদি তা করে থাকেন তবে আপনার কথার প্রতিবাদ করছি।
সকল মানুষেরই যৌন চাহিদা আছে । এক এক জন এক এক ভাবে তার এই চাহিদা চরিতার্থ করে। কোন পদ্ধতীকে কেউ ঘৃণা করার অধিকার রাখেনা। আর কারো যৌন চাহিদা মেটানোর পদ্ধতী সরকার কর্তৃক নির্ধারণের কোন সুযোগ নেই।
এক্ষেত্রে আমাকে protest করতে পারেন:
তাহলে কেউ ধর্ষণ করলে ?
তার যথাযথ যুক্তি খন্ডন করছি নিচের আলোচনায়-
ধর্ষণ -
এটি একজনের কাছে যৌন চাহিদা মেটানোর সহজ উপায়, আবার অন্য একজনের কাছে তা নির্যাতন। আমি যারা ধর্ষণ করছে এবং যারা এর victim উভযের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
প্রশ্ন হলো একজন মানুষ কেন ধর্ষণ করবে। আর অন্যদের মত সে কেন সামাজিক ভাবে স্বীকৃত উপায়ে তার যৌন চাহিদা নিবারণ করছে না?
এ ব্যাপারটা নিয়ে আমরা প্রায় সকলেই যেকোন একটি পক্ষ সমর্থন করি। কিন্তু এর পেছনে অন্য কোন বিশেষ কারণ লুকায়িত আছে কিনা সে ব্যাপারে গবেষণার ব্যাপারটি বরাবর উপেক্ষিত হচ্ছে। যদি সে গবেষণা কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদিত হয় তবে আমার মনে হয় অন্য একজনের উপর পূণরায় নির্যাতেনর আশংকা কম থাকে।
মূল ব্যাপারে আলোকপাত করা যাক এবারে-
যৌনতা এমন একটি অনুভূতি যা মানুষ পারর্শ্বিকতা হতে শেখেনা। এটি সে তার পিতা-মাতার কাছ থেকে নিয় আসে। আর এটি মানুষের আদিম প্রভৃত্বী। সব মানুষের যৌন চাহিদা নিবারণের পদ্ধতী এক নয়। সবাই সময়ের প্রেক্ষিতে নানাভাবে তার যৌন চাহিদাকে নিবারণ করে। কেউ সজ্ঞানে করে কেউ অজ্ঞান অবস্থায় করে। এক্ষেত্রে যারা সজ্ঞানে বা অজ্ঞানে করে উভয়ের নিজস্ব দর্শন থাকে যা তার পারির্শ্বিকতা এবং জ্ঞান কর্তৃক নির্ধারিত হয়।
আর এক্ষেত্রে সহজলভ্যতা এবং সামাজিক স্বীকৃতীর ব্যাপারটিও উপেক্ষার বিষয় নয়।
এক্ষেত্রে কারো কোন বিষয়ে দ্বিমত থাকলে বা আরো বিশদ ভাবে জানার আছে মনে হলে আওয়াজ দিবেন আমি যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রদানে প্রস্তুত আছি।
অ:ট:কিছু টাইপো থাকতে পারে মন্তব্য আকারে লিখে দিলে কৃতজ্ঞ হব এবং ঠিক করে নেয়ার আশা জ্ঞাপন করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




