গত সপ্তাহে ব্লগে এসে কয়েকটি লেখায় মন্তব্য লিখেছিলাম কোন সমস্যা ছাড়াই - আজ এসে লিখতে গিয়ে ভীষন সমস্যায় পড়লাম।
ধরে নিচ্ছি ব্লগ কর্তৃপক্ষ কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছেন যা সবার মন্গলের জন্য এবং এও ধরে নিচ্ছি সমসমায়িক "লেখা চুরি/স্বত্ত চুরি/নূন্যতম কৃতজ্ঞতা স্বীকার না করা" রোধে সামু কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছেন কিন্তু সার্বিক বিবেচনায় মনে হচ্ছে ছোটখাট এমন সমস্যা বিরক্তিই উৎপাদন করবে বৈ ভালো কিছু বয়ে আনবে না। আশা করি সামু কর্তৃপক্ষ বিষয়টি সুন্দর সমাধান দৃস্টিতে দেখবেন।
প্রথমে বলে নেই সমস্যাগুলোর কথা:
১। চাইলেও এখন সামু থেকে কোন লেখার কিছু লাইন কপি/পেস্ট করা যাচ্ছে না।
২। মন্তব্যের ঘরেও মন্তব্য লেখার পর কপি/পেস্ট করা যাচ্ছে না।
৩। মাউসের "রাইট বাটন" এর কাজ অচল করে রাখা হয়েছে।
৪। মোবাইল/ট্যাব ডিভাইস থেকে "সিলেক্ট অল, কপি, পেস্ট " অচল করে রাখা হয়েছে।
এসব কারণে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হচ্ছে :
১। কারো লেখায় মন্তব্য করতে গেলে ঐ লেখনীর কোন অংশ উদ্বৃত করা যাচ্ছে না - উদ্বৃত করতে হলে পুরো অংশটুকু মন্তব্যকারীকে লিখতে হচ্ছে - যা সময়/শ্রমসাধ্য আবার বিরক্তিকরও বটে।
২। একই ভাবে কোন মন্তব্যের প্রতিউত্তরও করতে গিয়েও একই সমস্যায় পড়তে হচ্ছে।
৩। কোন লেখনীতে কোন লিন্ক থাকলে পূর্বে তা সাধারণত "রাইট বাটন" ক্লিক করে "ওপেন নিউ ট্যাবের" মাধ্যমে দুটো পেইজই একসাথে দেখা যেত, যা এখন সম্ভব হচ্ছে না। লিন্কড পেজে যাওয়ার পর আবার মূল পেজে আসতে হচ্ছে "গো ব্যাক" বাটন ক্লিক করে।
৪। নেট সমস্যার কারণে পুরো লেখা বা মন্তব্য পোস্ট করার পর প্রকাশিত না হলে আবার নতুন করে লিখতে হচ্ছে - কপি/পেস্ট না থাকার কারনে আগের মতো কপি করে আলাদাভাবে সেভ করে রাখা যাচ্ছে না।
৫। ডেস্কটপ/লেপটপের চেয়ে আমরা যারা মোবাইল থেকে লিখি/মন্তব্য করি তাদের জন্য এ এক চরম ভোগান্তি।
আমার মতে,
১। মন্তব্যের/প্রতি-উত্তর এর ঘর এধরনের সীমাবদ্ধতার বাইরে রাখা।
২। ব্লগিংয়ের সহজ ব্যবহার (লেখা/মন্তব্য করা/উদ্ধৃতি ইত্যাদি) রোধ না করা।
যারা চুরি করার মানসিকতা নিয়ে ব্লগে আসেন তাদেরকে আসলে কোনভাবেই বিরত রাখা যাবে না -"কপি/পেস্ট" বন্ধ করে দিয়ে বিরত রাখা সম্ভব নয় এসব লেখা চোরদের। তারা তাদের কাজ করেই যাবে - এখন তাদের হ্য়তো লেখা চুরির সময় কস্ট করে টাইপ করতে হবে - এ ছাড়া বাড়তি আর কিছুই করতে হবে না - চুরি চলছিলো, চলবে। কিন্তু তাই বলে সাধারন ব্লগারদেরও একই কস্ট করতে হবে কেন? ব্লগে সাধারণ ব্লগারদের সহজ বিচরন নিশ্চিত করতে হবে - চোরকে প্রতিরোধ করতে গিয়ে সাধারন ব্লগাররা হয়রানিতে পড়বে, ব্লগ বিমুখ হবে , ব্লগের ক্ষতি হবে আর চোরেরা বহাল তবিয়তে চুরি চালাতে থাকবে - এমন হলে চাই না এমন সীমাবদ্ধতা। অবস্থাতো এমন হয়েছে - মাথা ব্যথা, তাই মাথা কেটে ফেল - ব্যথা সেরে যাবে ! ! ! !
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


