
সপ্তপর্ণী,
এখন সময় নিকশ অন্ধকারের
আর তুমি বিলাও সুগন্ধ তোমার -
কী আশ্চর্য!
বুক ভার হয়ে আসে,
নি:শ্বাসের প্রয়োজনীয় অক্সিজেনটুকু যেন
শুষে নিয়েছো রাতের বাতাস থেকে,
নিজেকে বিলায়ে....।
চারপাশের এতো সুবাসিত স্নিগ্ধতা - চুপচাপ!
ত্রস্ত পায়ে সবাই গেছে সরে,
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!!
সপ্তপর্ণী,
তুমি রাতের ঘুমটুকু কেড়ে নিতে এসেছো
খোলা জানালায়,
মায়াবী চাঁদের আলোয় দেখি - দাঁড়িয়ে আছো
বাড়নো হাতে, রেখে হাত।
পাশে বসবে? - এসো, বসো!
না আসোনি - দূরে সরে গেছো!!
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!!!
সপ্তপর্ণী,
বুক ভারী করা সুগন্ধ বিলিয়ে
আজ কোথায় হারিয়ে গেলে?
দূর থেকে দূরেই থেকে গেলে - সপ্তপর্ণী।
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!
কেবল আমি দূরে সরে যাইনি!!
অনুভবে টের কী পাও-
কোনো এক ক্ষণিকে - ...........সপ্তপর্ণী?

ছবি: অন্তর্জাল
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


