মাতৃজঠর থেকে জন্মে --
কৃতজ্ঞতায় তোমাকে ডেকেছিলাম কিনা
"ইশ্বর" -- মনে পড়ে না।
মনে পড়ে,
ছোট্ট বেলায় পেচাঁর ডাক শুনে
ভয়ে চিৎকার করে ডেকেছিলাম --"ইশ্বর"
মূলত: সেই তোমাকে প্রথম ডাক।
কৈশোরে বন্ধুদের সাথে
দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়ে
কষ্টে তোমাকে ডেকেছিলাম --"ইশ্বর"
যৌবনের শুরুতে ভালোবাসাবাসির
প্রথম চুম্বন খেতে খেতেও
তোমাকে ভুলিনি,
অস্ফুটে ডেকেছিলাম --"ইশ্বর"
এরপর আর থামিনি,
ভালোবাসায়, প্রতারণায়
লজ্জ্বায়, ঘৃণায়, নীরবে-সোচ্চারে
তোমাকে ডেকেছি বহুবার-ইশ্বর-ইশ্বর
কিন্তু কোথাও পাইনি তোমায়।
ইশ্বর, তুমি কোনদিন আমার হলে না।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




