দেশীয় পণ্য, কিনে হই ধন্য
এই মুলমন্ত্র বুকে নিয়ে অনেকেই বাংলালায়ন ওয়াইম্যাক্স কানেকশন নিচ্ছেন । প্রথম দিকে সার্ভিস ভালো থাকলেও বাংলালায়নের গ্রাহক সংখ্যা যতই বৃদ্ধি পাচ্ছে নেটওয়ার্কো তার বর্গের ব্যাস্তানুপাতিক হারে খারাপ হচ্ছে
জনাব মান্নান সাহেব
যেদিন থেকে বাংলাদেশে ওয়াইম্যাক্স প্রযুক্তি সহজ্লভ্য হয়েছে সেদিন থেকে বাংলাদেশের অনেক তরুনই হাই স্পিড ইন্টারনেটের স্বপ্ন দেখা শুরু করেছে ( বিশেষত বাংলাদেশের ফ্রীল্যান্সাররা ) ! আশা করি আপনার সুনজরে এই প্রতিষ্ঠানের সার্ভিস দিন দিন উন্নত হবে ( যদিও হচ্ছে না ) । দয়া করে এটাও খেয়াল রাখবেন আপনার প্রতিষ্ঠানের ভিতরে ঘাপটি মেরে থাকা কোন বিদেশী এজেন্ট এই দেশীয় প্রতিষ্ঠানটিকে টেনে নিচে নামাতে ব্যাস্ত কিনা । যদি তা না করেন তবে অচিরেই মানুষ আবার আগের সেই বিদেশি কোম্পানির ইন্টারনেট সার্ভিস নিতে বাধ্য হবে
দেশকে ভাল বাসুন দেশের টাকা দেশেই রাখুন
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১২ রাত ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




