প্রথমেই বলছি কতজন মারা গেছে আমি জানি না। সরকারি হিসেবে সাতজন হটে পারে । কোন কোন নেতার অবশ্য এ দাবীও করেছেন যে কেউ হতাহত হয় নি । আবার হেফাজতের দাবী মত ৩০০০ ও হতে পারে। আমি এর কোনটাই দাবী করিনা । কিছু বলদীয় হিসেব নিকেশ আমার গণিত আবেগ আর প্রেমকে আহত করেছে তাই এই পোষ্ট।
সাইবার অভিযত্রী বলেছেন: ১। ২৫০০ - ৩০০০ এর সংখাটা এসেছে সম্ভবত ২৫/৩৩ ট্রাক থেকে । ট্রাক প্রতি ১০০ লাশ, এই হিসেবে। আমি নিশ্চিত কোন হেফাজতী বা জামাতি গুনে দেখেনি । তবে অনেকেই ২৫ ট্রাক আর ৮ লরী দেখেছে বলে দাবী করছে। কেউ আবার অনেক ট্রাক ডেখেছে, কিন্তু গুনতে পারে নি।
২। ৩০০০ মৃতদেহ থেকে ১৫০০০ লিটার রক্ত ক্ষরিত হবে। একেবারেই বলদীয় বাত চিত । মানুষের শরীরে সাড়ে তিন লিটার রক্ত থাকে । তিন হাজার লোকের গায়ে থাকবে সাড়ে দশ হাজার লিটার মাত্র । আর কোন গুলি খাওয়া মানুষের পাশে কি দেখেছেন এই সাড়ে তিন লিটার রক্ত -ই পড়ে আছে ?
মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে গুলি করলে এক পোয়া রক্তও পড়বে না । বড় কোন আর্টারী কেটেগেল রক্ত বেশী পড়ে । যেমন জবাই করলে।
২.২ সব ধুয়ে ফেললেও মতিঝিল সংলগ্ন এলাকায় এখন রক্তের দুর্গন্ধে কেউ টিকতে পারতো না।
রক্ত ঠিক মত না ধুলে গন্ধ হয়, সাথে সাথে ধুয়ে ফেললে তেমন কোন গন্ধই থাকে না। আপনার বাসর কাছে ছোটখাট কশাইএর দোকানেও ৫ / ৭ টা গরু জবাই হয়। ঠাঠারী বাজারে দিনে কয়টা গরূ জবাই হয় জানেন ?
৩। ৩০০০ মৃতদেহ সরানো কঠিন, সময় সাপেক্ষ !
না । মোটেই কঠিন কিছু না। ৩০০০ মৃতদেহ সরানর জন্য কমপক্ষে ১০ হাজার পুলিশ-বিজেবি সদস্য ছিল, এরা শুধু ট্রাকে উঠাবে। ৩-৪ জনের ভাগে পড়বে মাত্র একটা লাশ !
৪। একসাথে এতোগুলো মৃতদেহ কবর দিতে গেলেও ৩ থেকে ৪ লক্ষ ঘন ফুট মাটি সরাতে হবে - একেবারেই বলদীয় হিসাব । একজনের জন্য ১০০-১৩৩ ঘনফুট মাটি সরাতে হবে ?
৬০ কেজি একটা মানুষ, ৬০ লিটরের চেয়েও কম। তাই নিজে নিজে পানিতে ভাসতে পারে না। আর ৫৬ লিটার হচ্ছে মাত্র দুই ঘনফুট !
আর ৮৪ লিটার মানে ৩ ঘনফুট ।
৩০০০ লোকের আয়তন ১০০০০ ঘনফুট, আর দাফন করা যাবে ২০০০০ ঘনফুট জায়গা পেলেই ।
৫। এই ঘন বসতি পূর্ণ দেশে এত জায়গা কৈ ? এই ঘন বসতি পূর্ণ দেশে কোন দিন বিডিআর এর ভিতর গিয়েছেন? জানাংগীর গেট থেকে বালুঘাট ?
১০০ ফুট লম্বা -২০ ফুট চওড়া -১০ ফুট গভীর গর্তে ২০০০০ ঘনফুট জায়গা হয় । আর ৩ হাজার লোক ৩ ঘন ফুট জায়গা নিলে মাত্র ৯০০০ ঘন ফুট হয় !
১০০ ফুট লম্বা - ২০ ফুট চওরা জায়গা কাঠার হিসেবে ৩ কাঠা - এসব হিসাব বুঝেন ?
৬। মৃতদেহ গুমের কাজে সংশ্লিষ্ট সাম্ভব্ব্য ১৫ হাজারের মধ্যে একজনকেও কী সাক্ষ্য দেয়ার জন্য খুজে পাওয়া যাবেনা?
এসব যারা বলবে আপনার ধরণা তারা ফুলের মালা পাবে ?
বি ডি আর এর ঘটনা মনে আছে ?গ্রেফতারকৃতদের জিগ্গাসা বাদের সময় কতলোক হার্টফেল করে মারা গেছে মনে আছে ? এরকম কথা বলতে গেলেও যে হার্টফেল হবে না নিশ্চয়তা দিতে পারবেন ?
৭। মতিঝিল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। অন্ধ ও বধীরিয় বাতচিত । Nothing to say .
৫ই মে তে সবকিছু লাইভ দেখানো হলেও অভিযানের ক্লিপগুলো 20-25 মিনিট পরে কাস্ট হয়েছে, এটা লাইভ না দেখিয়ে 20-25 মিনিট পরে কাস্ট করবার কারণ কি?
বিবেক প্রতিবন্ধীরা তো পৃথীবির পুরাণ প্রজাতি !
যারা অন্ধ ও বধীর, কোরাণের ভাষায়।
তাদের সাথে যুক্তি তথ্য দিয়ে লাভ কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



