মানুষই বাঁচায়, মানুষই মারায়...
সেই মানুষই আবার বিচারের আন্দোলন করে!
উকিল হয়েও পক্ষে-বিপক্ষে লড়ে এই মানুষই;
আদালতের রায়ও দেয় সেই মানুষই;
বিচারের রায়ে খুশিও হয় এই মানুষই;
সন্তুষ্ট রায়ে মিষ্টি বিতরণ করে এই মানুষ
সেই মিষ্টিও খায় এই মানুষই...
আবার এই মিষ্টি বিক্রিও করে এই মানুষ
কেনেও এই মানুষই
তৈরিও করে এই মানুষই
ফরমালিনও দেয় এই মানুষই
অসুস্থও হয় এই মানুষই
চিকিৎসা সেবাও দেয় এই মানুষই
সুস্থও হয় এই মানুষই
মানুষই বাঁচায়, মানুষই মারায়
কিন্তু মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে,
তখন বিচার দেয় ওই উপরওয়ালাকেই...
নয়ন বড়ুয়া
জানুয়ারি, ২০২৪
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


