তোমাকে ভারী লাজে আজ স্বপ্ন দিলাম
তুমি স্বপ্ন দেখো
তোমাকে মুঠো মুঠো সুখ দিলাম
তুমি সুখে থেকো
তোমাকে রাশি রাশি ভালবাসা দিলাম
যতনে রেখো
অবশেষে তোমাকে দিলাম কান্নাময় অবাধ জলরাশি
তরী নিয়ে ভাসছ তাতে অন্য কোন সাথী
থাক পড়ে থাক সব স্বপ্ন সুখের আশা
আজ কিছু বলতে চেয়ে ও হারিয়ে ফেলেছি ভাষা
মনের ভিতর পড়ে থাকে বিষাদের যাতনা
তোমার জন্য আজ ও লিখি দু’একটা রচনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




