তুমি হারালে কি ধন বুঝনি তা
তোমার মাঝে কি এত চরম ব্যস্ততা
সময় যেন বয়ে চলে কাল নিরবধি
ফেলে আসা দিনগুলি শুধুই যেন ছবি
আর নয় পিছুটান নয় কোন মান
তোমায় ভুলে ধরব এবার নতুন কোন গান
তাই বলে কি যায় তবে তোমায় ভুলে যাওয়া
তুমি ভাল থেকো ওগো মোর এইটুকুইতো চাওয়া ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




