যুঞ্চিক্ত, আপনার লেখায় মুহাম্মদ সাঃ আলআমীন নয়, সাইকোলজিকাল ডিসঅর্ডার আছে এমন সব কথা ছিল। আপনি এগুলো এভাবে বলতে পারতেন, বিখ্যাত দার্শনিক ডটডট সাহেব বলেছেন, "..........."। আপনি বলতে পারতেন অমুক তার অমুক গ্রন্থে এসন্বন্ধে বলেছে, "........."। যে ব্যক্তি বলেছেন, তার প্রফাইল এই, ঔই ইত্যাদি। আপনি যখন নিজের সিদ্ধান্ত বলবেন তখন সেটা হতে হবে উপস্থাপনায় এমন যেন তা গৃহীত হতে পারে, খেয়াল রেখে লেখা হয় সংস্কৃতিগত ধারণক্ষমতার মধ্যে!
--- > আপনি রেফারেন্স টেনে নিজের সিদ্ধান্ত বলাতে অসম্মানজনক কথা বলেছেন ডেফিনিটলী। যেটা পরিষ্কারভাবে অন্য ধর্মকে অশ্রদ্ধা করেই। আমি একজন নাস্তিক হয়েও যখন অন্য ধর্মকে শ্রদ্ধার সাথে কথা বলতে পারি সেখানে আপনি একজন গবেষক হয়ে শব্দ ব্যবহারে অসংযমী হবেন সেটা ঠিক মানা যায় না।
তারপরেও আপনার গবেষণার বেসিক কিছু ত্রুটি
১. আপনি যেসমস্ত আয়াত ও হাদীস বলেছেন - সেগুলোর মুসলিম স্কলারদের ব্যাখ্যা দেননি। যেকোন দার্শনিক ও ধর্মীয় আলাপে তার্কিকরা এবিষয়টা এড়িয়ে যায় বেশীরভাগ ক্ষেত্রে - আপনিও তেমন করেছেন।
২. আপনি কি প্রমান করতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করেননি। কোরআন কে লিখেছে সেটা প্রমান করার চেষ্টা যে করতে গেছেন তাও নয়। আপনি কেবল কতগুলো সন্দেহকে তুলে ধরেছেন। সেক্ষেত্রে কোরআন নিয়ে কিছু প্রশ্ন যা মানুষকে চিন্তিত করেছে সেটা বর্ণনায়ন পুরো লেখার মেরিট মনে হয়েছে যা কোরআন কেডা লিখছে এই বিষয়টা ধরার প্রচেষ্টা থেকে আলাদা। কিন্তু আপনার লেখার কিছু উদ্দেশ্যমূলক বাক্য সংযোজন আপনার লেখার অন্তর্গত উদ্দেশ্যের সাথে মিল খায়নি। মনে হচ্ছিল ইচ্ছে করে বসানো অসহিষ্ণু আচরণ।
৩. আপনার লেখা বিষয়ে এমন সব ফাও আলাপ করেছেন যা আমি আগেই বলেছি ত্রিভূজ সম্পর্কিত যা পুরো লেখার ক্রেডিবিলিটি কমিয়ে দিয়েছে। মনে হয়েছে আপনি ত্রিভূজকে ডিফেন্ড করছেন, যে নিজেই জানে না সে কি প্রশ্ন করছে!
পরিশেষে, আপনার লেখাটা আপনার কাছে আবেগ নির্ভর, দ্রুত প্রতিক্রিয়াশীল কোন লেখা হতে পারে না। এটা একটা গবেষণাধর্মী লেখা। গবেষণাধর্মী লেখায় কিছু প্রমান করার বিষয় নিয়ে শংকিত অথবা আবেগায়িত হবার কোন মানে নাই, যেহেতু আপনার পড়াশুনা যতদূর যাবে তত আপনি নতুন নতুন সিদ্ধান্ত টানতে পারবেন। আমি অনুরোধ করবো, আপনার উপস্থাপিত বিষয়গুলো আপনি ধর্মীয় অনুভূতির দিকে খেয়াল করে শব্দ চয়ন করে লেখবেন, তাতে আপনার কথা অহেতুক আক্রমন থেকে মুক্ত থেকে বেশি মানুষের কাছে পৌছে যেতে পারবে।
মুছে ফেলা পোস্টগুলো আপনি একটু রি-রাইট করুন নিজেই বুঝতে পারবেন কোন জায়গাগুলো রিফ্রেজ করা করা দরকার, তারপরে আবার পোস্ট করুন, আমার মনে হয় না সেটা আর মুছে ফেলতে কেউ সাহস করবে।
/* রেফারেন্স : কৌশিক, Click This Link */
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০০৭ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



