হজ্জের মৌসুম শুরু হয়েছে। অনেকে অন্যের জন্য বদলি হজ্জ করছেন বা করাচ্ছেন। এ বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ মাসলা মাসায়েল নিচে দেয়া হলো।
• বদলি হজ্জ (হজ্জ আল-বাদল) স্বয়ং হজ্জ করতে সক্ষম একজনের পক্ষ থেকে বৈধ নয়।
• হজ্জ আল-বাদল একজন অসুস্থ ব্যক্তি যার আর আরোগ্য লাভের আশা নেই, বা শারীরিকভাবে অক্ষম, বা যে মারা গিয়েছে তার পক্ষে করা যেতে পারে।
* আগে নিজে হজ্জ করেছেন তেমন একজনকে দিয়ে বদলি হজ্জ করাতে হবে।
• দরিদ্র ব্যক্তি যার হজে যাওয়ার অর্থনৈতিক সামর্থ নেই তার জন্য বদলি হজ্জ করা যাবে না কারণ তার উপর হজ্জ ফরজ নয়।
• একটি নারীর জন্য পুরুষের পক্ষে হজ্জ করা এবং একজন পুরুষের জন্য মহিলার পক্ষে হজ্জ করা অনুমোদিত।
• একজন ব্যক্তির পক্ষে একবারে দুইজনের পক্ষ থেকে হজ্জ করা অনুমোদিত নয়।
• টাকা উপার্জনের লক্ষ্যে বদলি হজ্জ করা অনুমোদিত নয়।
• যদি একজন মুসলিমের হজ্জ ফরজ হওয়ার সব শর্ত পূরণ করে, এবং হজ্জ না করে মারা যায় তবে তার পরিত্যাক্ত সম্পদ থেকে তার উত্তরাধিকারদের অবশ্যই বদলি হজ্জ করা আবশ্যক।
• কারও জন্য বদলি হজ্জ করলে এতে নিজে হজ্জ করার সমান, কম অথবা বেশি সওয়াব হবে, তা শুধুমাত্র আল্লাহই জানেন।
• সর্বোত্তম হলো একজন পুত্রের জন্য পিতার পক্ষে হজ্জ করা, এবং একজন আত্মীয়ের জন্য একজন আত্মীয়ের পক্ষে হজ্জ করা, কিন্তু যদি তিনি এটি করতে অন্য কোনো অনাত্মীয়কে নিয়োগ করেন, তবে সেটিও অনুমোদিত।
• যার জন্য বদলি হজ্জ করছেন তার নাম জানা আবশ্যক নয়।
• একজন ব্যক্তি অন্য ব্যক্তির পক্ষে হজ্জ করার জন্য নিযুক্ত হয়েছে, তার জন্য আরেক জনকে নিযুক্তি দেয়া অনুমোদিত নয়। কোনো কারণে তিনি না পারলে, যারা তাকে নিযুক্ত করেছিলেন তাদের অনুমতি নিয়ে অন্য কাউকে দিয়ে করানো যেতে পারে।
* নফল হজ্জের কোনো বদলি হজ করা যাবে কিনা তা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত আছে , অধিকতর গ্রহণযোগ্য মত হচ্ছে করা যাবে না।
• একজন ভালো, পরহেজগার এবং বিশ্বাসযোগ্য, যিনি হজ্জের নিয়ম কানুন সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন তেমন একজনকে দিয়ে বদলি হজ্জ করাতে হবে।
For more details:
https://islamqa.info/en/answers/111794/what-is-hajj-by-proxy
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২৪ সকাল ৭:৩৭