দিনের শেষ প্রহরে, সূর্য যখন ডুবে প্রায়,
আকাশে রঙের খেলা, মৃদু বাতাস বয়ে যায়।
রঙিন সাঁঝের আলো ধীরে ধীরে বিকাশে,
দিনের ক্লান্তি মিশে সন্ধ্যার আকাশে ।
পাখিরা নীড়ে ফেরে, গুঞ্জন থেমে যায়,
ফেরিওয়ালা দিনশেষে হিসাব মিলায়;
নীরবতা যেন মায়া, বাতাসে মুগ্ধতা ছড়ায়,
অন্তিম প্রহরে এসে মন যেন হারিয়ে যায়।
শহরের কোলাহল থামে, সব পথ ফাঁকা হয়ে আসে,
পথিক দ্রুত পা চালায় আলোর আভাসে।
দিনের শেষ প্রহরে, স্মৃতিরা ফিরে আসে,
মনে হয় যেন সবকিছু নীরবে কথা বলে যায়।
গোধূলি আলোর মাঝে, সবকিছু চুপচাপ হয়ে যায়।
অন্তিম প্রহর আসে, রাতের প্রতীক্ষায়
স্বপ্নেরা জেগে ওঠে, দিনান্তের আলো
আলোকিত করে হৃদয়, স্নিগ্ধতা ছড়ায়!
পাদটীকা: ঢাকায় একটা বাড়ির নাম দিনান্তের আলো, আর দশটা বাড়ির মতোই একটা বাড়ি, কিন্তু নামটা আমার কাছে অনন্যসাধারণ মনে হয়েছে সবসময়ই। আজ মনে হলো এ নিয়েই একটা কবিতা লিখি !
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৪ রাত ৮:৫৬