৭১-এর মুক্তিযুদ্ধের শেষের দিকে দেশের নানা প্রান্ত থেকে এক এক করে খবর আসতে শুরু করল- অমুক অঞ্চল হানাদার মুক্ত হইছে, তমুক অঞ্চল হানাদার মুক্ত হইছে। মুক্তিযোদ্ধারা এভাবেই এক এক করে নানা অঞ্চল মুক্ত করতে করতে ঢাকার দিকে অগ্রসর হতে শুরু করল।
নাহ, এই অগ্রসর ঢাকার দিকে ছিল না না; এই অগ্রসর ছিল বাংলাদেশের দিকে, স্বাধীন বাংলাদেশের...স্বাধীনতার...বিজয়ের...
স্বাধীনতার ৪২ বছর পরে আবার শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। দেশ থেকে এবার হানাদার বাহিনী নয়; হানাদার আর পাকিবীর্যজাত জামার শিবির রাজাকার মুক্ত করার দ্বিতীয় মুক্তিযুদ্ধ।
বিভিন্ন জায়গা থেকে অমুক হল শিবির মুক্ত, তমুক ছাত্রাবাস শিবির মুক্ত বলে ঘোষণা আসতেছে। এই ঘোষণার বলে দিচ্ছে বিজয় খুব বেশি দূরে নয়।
যে যেখানে আছেন, নিজেদের অঞ্চল, এলাকা, প্রতিষ্ঠান- সব জায়গা থেকে জামাত শিবির রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং সেগুলা জামাত শিবির রাজাকার মুক্ত করেন। একে একে সারা দেশ থেকে এইসব কুলাঙ্গারদের পরিনতি ৭১-এর মতই হোক।
জামাত শিবির রাজাকার মুক্ত এলাকার ঘোষণা আরো বেশী বেশী করে আসুক। সেই সাথে আসতে থাকুব বিজয়... বিজয়ের পদধ্বনি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




