ভাইসব, এইটা কোন বড়দের কেলাশ না। শিরোনামেই বলে দেওয়া আছে মূলকথা।
এইখানে ক্লাশ হবে রেগুলার। চলমান বিষয়ের উপরে। নবীশরা সবাই ছোট মানুষ। তাদের জন্যও এই ক্লাশ প্রযোজ্য যারা এখনো 'আবাল' রয়ে গেছেন। তাইলে আসেন ভূমিকাহীন শুরু করি।
এই ক্লাশে এটেন্ড করার জন্য যা দরকার-
বই :- এসো লজ্জা শিখি - বাই ধুসর গোধুলী
ব্যক্তিগত নেচার :- এইখানে কিছু কথা বলার আছে। মাথা পরিষ্কার থাকলে এই ক্লাশে অন্তর্ভুক্তি ক্ষেত্রে সেটা নেতিবাচক। মাথা ভর্তি মাল থাকা লাগবে। এক্ষেত্রে আদর্শ ক্যারেক্টার জনৈক পাকনা ছাগল।
যা না থাকলেও চলবো :- নিজের ব্যক্তিত্ব।
এইবার চলেন লেকচারে যাই।
লেকচার ওয়ান:
-----------------
এখন ক্লাশ থেকে বের হয়ে যান।
সামনে যারে পাবেন তারেই কইবেন আপনে একটা ভার্সিটি খুলবেন। ক্যান? কারণ যেইখানে আপনে লজ্জা শিখেন তারা বালও ফালাইতে পারে না। আপনে দুই সপ্তার মইধ্যে ভার্সিটি খোলতাছেন, এইটা লেইখা একটা লিফলেট বানান আর রাস্তায় রাস্তায় ল্যাদাইয়া যান।
পনেরোদিন পরে আবার রাস্তায় ল্যাদান নতুন লিফলেট নিয়া, "লজ্জা শিখেন ইশকুল" থাইকা আপনের পোঙ্গায় কাঁঠাল গাছ ঠেইলা দিয়া অনুরোধ করা হইছে ফিরা আসতে, তাই আসছেন। নাইলে আপনে দেখাইয়াই দিতেন, ভার্সিটি ক্যামনে খোলে।
লেকচার টু:
------------
এখন টাইম নাই, বাইরে যাইতাছি। কপি করে রাখলায়। ফিরা আইসা খুরা দিয়া খুটখুটামু নে.... আপাতত ওয়েইট করেন।
কামিং ছুন-
চলবো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




