
খুঁজছি ফেসবুক। খানিকটা সময় পর তথ্য এলো ফেসবুক নাকি আন এভেইলেবল! তখন চিন্তা করলাম, তাহলে অন্য কোনো সাইটের কী অবস্থা দেখি...। দেশি-বিদেশি সব সাইটইতো ঠিক। তখন পত্রিকার নিউজের দিকে খেয়াল করলাম। নিউজ পেলাম সরকার নাকি বন্ধ করেছে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম।
যাই হোক পেলাম না। অনেকটা অন্ধকারেই আছি ফেসবুক ছাড়া। তো কবে আবার আসবে ফেসবুক আমাদের মাঝে কেউ কি জানেন? দ্রুতই যেন আসে। আবার যেন আমরা মিলিত হতে পারি একে অপরের সঙ্গে।
তবে আহ্বান থাকবে, এসব বন্ধ যেন বেশিক্ষণ রাখা না হয়। কারণ, এগুলো মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




