আমার নাম কুকুর কেন জানতে যদি চান
এই লেখাটিতে একটি বার নজর দিয়ে যান,
সহজ করে সব প্রশ্নের দিচ্ছি আমি জবাব
কুকুরের সাথে মিলে যায় আমার সকল স্বভা্ব,
কুকুর যেমন সামনে যা পায়, খেয়ে ফেলে তাই
খাওয়ার বেলায় আমারো তেমন বাছ বিচার নাই,
কুকুরের মত আমারো ভাই কামতৃষ্ণা প্রবল
মেয়ে মানুষ পেলেই আমি মারি কঠিন ছোবল,
কৃতজ্ঞতা স্বীকারে কুকুরের কোন জুড়ি নাই
এই খানেতেও কুকুরের সাথে, মিলটি খুজে পাই,
মানুষরূপী কুকুর আমি সবার ঘৃণার পাত্র
এভাবেই যাচ্ছে কেটে আমার দিবা রাত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



