সর্বপ্রথমে আমি শুরু করি আমার নেতা শহীদ জিয়াউর রহমানের ১৯৮০ সালের সেপ্টেম্বরের দেয়া বক্তব্য দিয়ে। ১৯৮০ সালের সেপ্টেম্বরে একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন,
“ কোন রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। একটা অবদান থাকতে পারে। কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনওই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। আমাদের অনেকে আছে যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন। রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন, আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ”
উপরের বক্তব্যে অনেকটা ক্লিয়ার হয়ে যায় ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে আমাদের অবস্থান। আমরা কোন ধর্ম নিয়ে রাজনীতি করিনা।
যারা আজ বলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি তাদের মুখে এক গাল থুতু মেরে বলতে চাই, আমরাই আপনাদেরকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছি। নির্বাচন ব্যবস্থা পুনর্বহাল এবং অবাধ রাজনৈতিক কর্মকান্ডের সুযোগ প্রদানের লক্ষ্যে আমাদের নেতাই যত দ্রুত সম্ভব রাজনীতির গণতন্ত্রায়নে ব্যবস্থা গ্রহণ করেন। বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামীলীগ(মজীব) যখন আপনাদের সবগুলারে নিষিদ্ধ করে ফেলে রেখেছিলেন আমাদের নেতাই সর্বপ্রথম আপনাদের পুনরুজ্জীবিত করতে পদক্ষেপ গ্রহণ করেন।
আর যেসব সংবাদ পত্র আজ আমাদের বদনাম করে বেড়াচ্ছেন তাদেরকে বলতে চাই,
মজীব সাহেব যখন আপনাদেরকে টঙ্গে তুলে রাখছিলেন তখন আমাদের নেতাই সংবাদপত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন, সংবাদপত্রের মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা করেন।
জামাত আমাদের পরজীবি মাত্র আমরা যে কোন সময় এদেরকে বর্জন করে আসবো। এদের সাথে আমাদের আদর্শগত কোন মিল নেই। এরা ভোটের হিসেবেই আমাদের সাথে জড়িত। আমরা কখনোই বলিনি আমরা যুদ্ধাপরাদীদের বিচার চাইনা আমরা বলেছি সকল এবং সঠিক যুদ্ধাপরাদীদের বিচার হউক। খন্দকার মোশারফ,মখা আলমগীর,আশিকুর,সাজেদা , নুরূ এদের বিচারো হওয়া দরকার ছিলো। তাহলে আমরা বুঝতাম যে এটা কোন রাজনৈতিক উদেশ্য নিয়ে করা হচ্ছেনা। অনেকে হয়ত বলতে পারেন উপরের কেউ কেউ তখন ফাকিস্তান সরকারের চাকুরী করতো বলে তাদের আদেশ পালন করেছে। কেনরে ভাই, রাজারবাগে পুলিশরা কি সরকারি করতনা? বা মেজর জিয়া কি সরকারি চাকুরি করতোনা তখন? এই রকম একটা কারন দেখানো ভাওতাবাজি ছাড়া আর কিছুইনা। আবার কেউ কেউ বলতে পারেন আস্তে আস্তে সবার নাম আসবে। কেনরে ভাই ? বিচারকে নিরপেক্ষ প্রমান করতে আগেত নিজের ঘরের গুলারেই ধরা উচিৎ তাই না? আবার অনেকেই বলতে পারেন বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধের। তাই নাকি ভাই? আসলে একটু ক্লিয়ার করেনত?
এই সিরিজে আমি আর অনেক পর্ব লিখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই ছোট ছোট করে লেখা প্রকাশ করবো। আজ এই পর্যন্তই সামু যদি ব্যান না করে খুব তাড়াতাড়িই পরবর্তী লেখাগুলো প্রকাশ করবো।
বাংলাদেশের রাজনীতির ইতিহাস-১ (ধর্মভিত্তিক রাজনীতি বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পেচ্ছাপ করি আপনাদের মূর্খ চেতনায়
আপনারা হাদি হতে চেয়েছিলেন, অথচ হয়ে গেলেন নিরীহ হিন্দু গার্মেন্টস কর্মীর হত্যাকারী।
আপনারা আবাবিল হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাড়াতে চেয়েছিলেন, অথচ রাক্ষস হয়ে বিএনপি নেতার ফুটফুটে মেয়েটাকে পুড়িয়ে মারলেন!
আপনারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।