কোন ষড়যন্ত্রই বিজয় ঠেকাতে পারবে না - শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে বলেছেন, বিএনপি-জামায়াত জোট নির্বাচন কমিশন পুনর্গঠনসহ 14 দলের 11 দফা প্রস-াব বাস-বায়নে বাধা দিয়ে দেশকে দীর্ঘস্থায়ী দুর্ভোগে মধ্যে ফেলার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, খুন, সন্ত্রাস, নৈরাজ্য ও দলীয়করণসহ কৃতকর্মের জন্য জনরোষের হাত থেকে বাঁচতে তারা এখন দলীয় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে ক্রীড়নক হিসেবে ব্যবহার করতে চায়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোটের এই দীর্ঘস্থায়ী দুর্ভোগের কবল থেকে মুক্তি পেতে লাগাতার অবরোধের দুঃখ-কষ্ট স্বীকার করতে হবে। তিনি দলমত নির্বিশেষে দেশের সব শ্রেণী-পেশার মানুষকে অবরোধের সাময়িক দুর্ভোগ ও কষ্ট স্বীকার করে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চলমান গণআন্দোলনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।
বুধবার অবরোধ চলাকালে রাজধানীর পল্টন মোড়ে জাতীয় পার্টির শান-িপূর্ণ মিছিলে জামায়াত-শিবির জঙ্গিদের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত জোট তাদের পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন বানচালের উদ্দেশ্যে এই সন্ত্রাস ও নৈরাজ্যের ঘৃণ্য পথ বেছে নিয়েছে। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই বিজয় ঠেকাতে পারবে না। জনগণের স্বতঃস্ফূর্ত গণআন্দোলন গণঅভু্যত্থানে পরিণত হয়ে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র ছিন্ন ছিন্ন করে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে কোন বিশেষ দল বা গোষ্ঠীর ক্রীড়নক হিসেবে ব্যবহূত না হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশবাসীর 11 দফা করণীয় প্রস-াব নিয়ে অহেতুক সময়ক্ষেপণ করে দেশকে দীর্ঘস্থায়ী সংকট ও অনিশ্চয়তার দিকে ঠেলে না দিয়ে দেশে অবাধা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
বিবৃতিতে তিনি সব বাধা-বিপত্তি উপেক্ষা করে লাগাতার অবরোধ কর্মসূচি সর্বাত্দকভাবে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনসহ 14 দলের 11 দফা করণীয় প্রস-াব বাস-বায়ন না হওয়া পর্যন- অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



